হোম পেজ
 ক্ষমতায়ন
অনুবাদঃ

'العربية / al-ʿarabīyah
Bahasa Indonesia
Català
中文 / Zhōngwén
English
Filipino/Tagalog
Français
Ελληνικά / Elliniká
हिन्दी / hindī
Italiano
日本語 / Nihongo
Polszczyzna
Português
Romãnã
Tiếng Việt
اردو / Urdu

                   

অন্য পেজ:

মডিউল

সাইট ম্যাপ

গুরুত্বপুর্ন শব্দসমূহ

ঠিকানা

সাহায্যকারী তথ্যাবলী

কর্যকরী লিংক


অনুবাদঃ মুনিরা শাহ্ নাজ

জনগোষ্ঠী

সংজ্ঞা

শব্দ

 1. জনগোষ্ঠী - একটি নির্দিষ্ট এলাকায় বসবাসরত লোকজন, "দল টি গঠন করা হয়েছে জনগোষ্ঠীর বিভিন্ন স্তরের লোকদের নিয়ে"


 2. সমাবেশ, জমায়েত - একটি স্থানে একত্রিত হওয়া মানুষ

  জামাত/ধর্মীয় সমাজ - একটি ধর্মীয় প্রতিষ্ঠানের আওতায় জনগোষ্ঠী

  সমভাষী - একই ভাষা ব্যবহৃত লোকজন

  প্রতিবেশি, প্রতিবেশিত্ব - পাশাপাশি বসবাসরত লোকজন; "এটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশিত্ব"; "আমার প্রতিবেশি বুশকে ভোট প্রদান করেছেন"

  ছোট শহর, গ্রাম, বসতি - শহরের চেয়ে ছোট জনবসতি

  পাড়া, ছোট গ্রাম - গ্রামের চেয়ে ছোট জনগোষ্ঠী

  যাযাবর - স্থায়ি বসতহীন ভ্রাম্যমান জনগোষ্ঠী

 3. জনগোষ্ঠী - সাদৃশ্যপূর্ণ জাতীত্ব অথবা সংস্কৃতি অথবা ধর্ম সম্পন্ন একদল মানুষকে জনগোষ্ঠী বলে; "খ্রৃষ্টীয় জনগোষ্ঠী বা সমাজ"; "সে ক্যাথলিক জনগোষ্ঠী/সমাজে সুপরিচিত"


 4. জনগন - সামগ্রীক মানুষের (মহিলা অথবা পুরুষ অথবা শিশু) দল; "বৃদ্ধ জনগন"; "শ্রোতাদের মধ্যে কমপক্ষে ২০০ জনগন ছিল"

  মঠ - ধর্মীয় কারণে একসাথে বসবাসরত (বিশেষ করে সন্ন্যাসিনী) জনগোষ্ঠী

  বিহার - যেখানে একই ধর্মীয় সমাজের লোকেরা বসবাস করে

  ইসলামিক জাতী, ইসলামিক উম্মাহ, মুসলিম উম্মাহ, উম্মাহ - মৌরিতানিয়া থেকে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত মুসলিম সমাজ কে বলা হয়ে থাকে; "মধ্যম পন্থি মুসলিমরা কট্টর মুসলিমদের সন্ত্রাসবাদ ত্যাগের জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়েছে"।

 5. জনগোষ্ঠী - সাধারন মালিকানা; " যখন কোন জিনিসের মালিকানা বহন করে সমগ্র জনগোষ্ঠী"


 6. মালিকানা - কোন সম্পদের সাথে মালিকের সম্পর্ক; অন্যের কাছে হস্তান্তরের অধিকার সমেত মালিকানা

 7. জনগোষ্ঠী - একই লাভের আশায় যখন একদল দেশ বা জাতী একত্রিত হয়; "তারা NATO তে যোগদানের আশা প্রকাশ করেছে"


 8. বৈশ্বিক সংস্থা, আন্তরজাতিক সংস্থা, বিশ্ব সংস্থা, বিশ্ব সংস্থা - যখন অনেক গুলো দেশ একত্রিত হয়ে জোট গঠন করে

 9. জনগোষ্ঠী/ সমাজ - শিক্ষিত চাকুরেজীবি মানুষের দারা গঠিত সমাজ/জনগোষ্ঠী "চিকিৎসক সমাজ দারা খবরটি দ্রুত ছড়িয়ে পরল"


 10. পেশা

  আইন সমাজ, আইন পেশা, বিচারালয় - একটি বিশেষ বিচার ব্যবস্থার মধ্যে থেকে যোগ্য আইনজীবিদের দারা গঠিত সমাজ; "সে নিউ জার্সির আইন সমাজে যোগদান করেছিল"

  চিকিৎসা পেশা - মক্কেলের স্বাস্থ্য সেবা প্রদানকারী লোকদের দারা গঠিত সমাজ

  ব্যাবসায়ি সমাজ, ব্যাবসায়িবৃন্দ - যারা ব্যাবসা করে তাদের দলকে বোঝায়

  পন্ডিত ব্যক্তিবর্গ - উচ্চতর শিক্ষিত লোকদের সমন্বয়ে গঠিত সমাজ

  অর্থনীতিবিদ সমাজ - অর্থনীতিবিদের দারা গঠিত সমাজ

  ধর্ম যাযক - আনুষ্ঠানিক ধর্ম পালনকারী ব্যক্তিবর্গ

  সমজীবি গোষ্ঠি, বৃত্তিমূলক – একই রকম পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ

 11. সাদৃশ্য লক্ষ্যী – লক্ষ্যের জন্য ঐক্যমত; “ধর্মজাজক ও চোরাচালানীরা আবিষ্কার করলো কিছু ব্যাপারে তাদের সাদৃশ্য রয়েছে”


 12. সাদৃশ্য লক্ষ্যী

  চুক্তি, সমঝোতা – মানুষের বিভিন্ন মতের অথবা কাজের অথবা বৈশিষ্ট্যাবলীর মাঝে মিল বা সাদৃশ্য; “দল দুটির মাঝে সমঝোতা হয়েছে”

 13. এলাকা – একটি অঞ্চল যেখানে মানুষ একত্রে বাস করে; প্রধানত নিজেস্ব আবাস নিয়ে গঠিত


 14. আবাসিক অঞ্চল, আবাসিক এলাকা

  গৃহায়ন উন্নয়ন অথবা আবাসিক প্রকল্প – কোন একটি গৃহায়ন প্রতিষ্ঠান দ্বারা নির্মিত আবাসিক এলাকা যা একক ব্যবস্থাপনায় পরিচালিত; “তারা একটি নতুন আবাসিক প্রকল্প এলাকায় বাস করে”

  পরিকল্পিত আবাসন – এমন একটি আবাসিক এলাকা যেখানে বাড়ীগুলি পরিকল্পিতভাবে এবং একই সময়ে নির্মিত

  জেলা, আঞ্চলিক শাসন , অঞ্চল, রাজত্ব – প্রশাসনিক ও অন্যান্য কাজের জন্য চিহ্নিত আলাদা একটি অঞ্চল

  শহরের আবাসিক বা অবাণিজ্যিক অংশ – বাণিজ্যিক অংশ থেকে দূরে অবস্থিত একটি শহরের আবাসিক অংশ

  উপ শহর - মূল শহরের পাশে অবস্থিত আবাসিক অঞ্চল

  দূরবর্তী উপশহর – শহরের বাইরে উপশহর থেকে দূরে অবস্থিত আবাসিক এলাকা

  আবাসন এলাকা – অনেক ফ্ল্যাটবাড়ী নিয়ে গড়ে ওঠা একটি আবাসিক এলাকা

  ঘনবসতি – ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা

  জর্জটাউন – ওয়াশিংটন ডিসির উত্তরপশ্চিমের একটি অংশ

  গ্রীণউইচ পল্লী – ম্যানহাটনের একটি আবাসিক অঞ্চল, বিংশ শতাব্দীতে ‘পল্লী’ টি শিল্পী ও লেখকদের মাঝে খুবই জনপ্রিয় হয়ে ওঠে

 15. জনগোষ্ঠী - (প্রতিবেশ) একই এলাকায় বসবাসরত ও আন্ত ক্রীয়া সম্পন্ন পরস্পর নির্ভর প্রাণীগোষ্ঠী


 16. জৈব সমাজ

  দল, দলীয়করণ - যেকোন সত্বার একক রুপে যেকোন সংখ্যায় একটি দল

  প্রাণ বিজ্ঞান, পরিশবেশ বিজ্ঞান, প্রতিবেশ - জীব বিজ্ঞানের একটি শাখা যেখানে প্রাণী ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়

  প্রাণীকূল - অধিকাংশ উদ্ভিদ ও সুবিধাজনক জলবায়ু বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগোষ্ঠীকে প্রাণীকূল বলে

––»«––

© কপিরাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টলে
ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––
শেষ আপডেটঃ ২০১০.০৭.৩১

 মূল পাতা

  জনগোষ্ঠীর ক্ষমতায়ন