হোম পেজ
 প্রকল্প নকশা




অনুবাদ:

বাংলা / Baṅla
Català
中文 / Zhōngwén
Deutsch
English
Español
Filipino/Tagalog
Français
Ελληνικά / Elliniká
हिन्दी / Hindī
Italiano
Polszczyzna
Português
Română
Tiếng Việt
Türkçe

                    

অন্য পেজ:

মডিউল

সাইট ম্যাপ

গুরুত্বপুর্ন শব্দসমূহ

ঠিকানা

সাহায্যকারী তথ্যাবলী

কর্যকরী লিংক


সামাজিক অভ্যন্তরীণ সম্পদসমূহ

লেখক ফিল বার্টলে, PhD

অনুবাদকঃ ডাঃ মোহাম্মদ রিকাত হায়দার


কর্মশালা তথ্যটীকা

যখম একটি সম্প্রদায় নিজস্ব সম্পদের অধিক ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে তখন তা অধিকতর আত্মনির্ভরশীল হয়ে উঠে। নিজস্ব কোন কোন সম্পদ তারা চিহ্নিত ও ব্যবহার করতে পারে?

অভ্যন্তরীণ সম্পদসমূহের চেকলিস্ট (স্থানীয় কাঁচামাল)

একজন সহায়তাকারী সম্প্রদায়কে এরকম কোন নির্দেশ দেন না যে, এ সকল সম্পদ সম্প্রদায়কেই সংগ্রহ করতে হবে। বরঞ্চ সহায়তাকারী এসব সম্পদের কিছু বা সবগুলির উল্লেখ করতে পারেন, এবং সমাজের সদস্যদেরকে সেই সকল সম্পদ চিহ্নিত করতে বলতে পারেন যেগুলি সম্প্রদায় সংগ্রহ করতে পারেঃ
  • অনুদানঃ নগদ অর্থ, জমি, দালানকোঠা, উপকরণ এবং যন্ত্রপাতি,যা কোন ব্যক্তিবর্গ তাঁদের সম্প্রদায়কে সাহায্য করার জন্য দান করে থাকেন।( জনসভায় তাঁদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করা উচিত);
  • বাণিজ্যিকঃ নিজেদের ব্যবসায়িক সুনাম ও সম্প্রদায়ের প্রতি তাদের সহায়তা প্রচারে আগ্রহী ব্যবসায় এবং ব্যবসা-প্রতিষ্ঠান থেকে উপহার। ( জনসভায় তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করা উচিত);
  • সামাজিক শ্রমঃ সম্প্রদায়ের সদস্যবৃন্দ কর্তৃক প্রদত্ত সময় ও শ্রম,কতিপয় অদক্ষ ( যেমন ঘাস কাটা, ইট ভাঙ্গা),কতিপয় দক্ষ (কাঠমিস্ত্রীর কাজ, রাজমিস্ত্রীর কাজ) সভা, পরিকল্পনা, তদারকি;
  • কৃষিঃ কৃষকেরা প্রকল্পের জন্য খাদ্য দান করতে পারেনঃ (ক) সামজিক শ্রমিকদের মাঝে যারা প্রকল্পের জন্য কাজ করছেন, অথবা (খ) কার্যনির্বাহী কমিটির কাছে যাতে তারা তা বিক্রি করে প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে পারেন।
  • খাদ্যঃ জনসাধারণ যারা খাবার এবং জলখাবার প্রস্তুত করে সামাজিক কর্মদিবসে সমাজের সদস্যদের মাঝে বিতরণ করতে পারেন;
  • অবদানঃ ক্রেডিট ক্লাব এবং একই রকম অন্যান্য অর্থ প্রকল্পের জন্য, সকল সদস্যদের অংশগ্রহণ;
  • সরকারিঃ কেন্দ্রীয়, জেলা অথবা স্থানীয় সরকারের উৎস হতে আংশিক অর্থায়ন;
  • অন্যান্য তহবিলঃ এক্ষেত্রে উৎস হতে পারে জেলা উন্নয়ন কমিটির অংশগ্রহণ;
  • বেসরকারি সংস্থাসমূহ (এনজিও): স্থানীয় সমাজ ভিত্তিক সংগঠনসমূহ, ধর্মীয় উপাসনালয়, বহিঃস্থ এনজিও যারা স্থানীয়ভাবে কাজ করছে;
  • নামহীন দাতা: হিতৈষী ব্যক্তিবর্গ যাঁদের পরিচয় অজানা থাকে।
এই তালিকাটি সম্পূর্ণ নয়। সম্মিলিত চিন্তাভাবনা অধিবেশনে সমাজের সদস্যদের ( কেবল নেতৃবৃন্দের কাছে নয়) কাছে পরামর্শ চান।
––»«––€“

গণতহবিল গঠন অনুষ্ঠান:


গণতহবিল গঠন অনুষ্ঠান

© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল
ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––
শেষ আপডেটঃ ০৯.০২.২০১১

 হোম পেজ

 প্রকল্প নকশা