হোম পেজ
 প্রকল্প নকশা




অনুবাদ:

বাংলা / Baṅla
Català
中文 / Zhōngwén
Deutsch
English
Español
Filipino/Tagalog
Français
Ελληνικά / Elliniká
हिन्दी / Hindī
Italiano
Polszczyzna
Português
Română
Tiếng Việt
Türkçe

                    

অন্য পেজ:

মডিউল

সাইট ম্যাপ

গুরুত্বপুর্ন শব্দসমূহ

ঠিকানা

সাহায্যকারী তথ্যাবলী

কর্যকরী লিংক


SMART (সপ্রতিভ)

ভালো উদ্দেশ্যসমূহের গুণাবলী

লেখক ফিল বার্টলে, PhD

অনুবাদকঃ ডাঃ মোহাম্মদ রিফাত হায়দার


কর্মশালা তথ্যটীকা

উদ্দেশ্য অভীষ্ট লক্ষ্যের চেয়ে অধিকতর সুনির্দিষ্ট। কিভাবে? একটি ভালো উদ্দেশ্য হল সপ্রতিভ (SMART)

একটি প্রকল্প নকশা প্রণয়নের সময়, এবং একটি প্রস্তাবনা লিখার সময় ( অনুমোদন বা অর্থায়নের আবেদনের জন্য) প্রকল্পের অভীষ্ট লক্ষ্য উল্লেখ করা হয়। অভীষ্ট লক্ষ্য সহজেই সংজ্ঞায়িত করা যায় কারণ সমস্যার সমাধান ইতোমধ্যেই সনাক্ত করা হয়েছে। এরকম " অভীষ্ট লক্ষ্যের" সমস্যা হল এটি নিতান্তই সাধারণ; কখন সেই লক্ষ্যে আমরা উপনীত হয়েছি এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছা সহজ নয়।

সে জন্যই, প্রকল্প নথিসমূহ প্রণয়নের সময় পার্থক্য করা হয় "অভীষ্ট লক্ষ্য" এবং "উদ্দেশ্য" এর মাঝে। উদ্দেশ্য অভিষ্ট লক্ষ্য থেকেই আহরিত, অভীষ্ট লক্ষ্যের মতই তার একই অভিপ্রায়, কিন্তু এটি অভীষ্ট লক্ষ্যের তুলনায় অধিকতর সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য এবং প্রতিপাদনযোগ্য।

ধরা যাক, সমাজের সদস্যরা একটি সমস্যা চিহ্নিত করেছে " পরিষ্কার পানীয় জলের অভাব"। সমস্যাটির সমাধান, তথা অভিষ্ট লক্ষ্য, হল " সমাজে পরিষ্কার পানীয় জল আনয়ন করা"। আপনি সহজেই উক্ত গোষ্ঠীর কাছে অভীষ্ট লক্ষ্যের অস্পষ্টতা তুলে ধরতে পারেন। কক্ষের বাইরে চলে যান এবং ফিরে আসুন একটি পানিপূর্ণ গ্লাস নিয়ে, সেটি দেখিয়ে বলুন, " ঠিক আছে, এখানে কিছু পানি আছে। আমি সমাজে এই পানি নিয়ে এসেছি। এখন কি প্রকল্প সম্পন্ন হয়েছে? আমরা কি আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জন করেছি?"

অবশ্যই তার হেসে উঠতে পারে অথবা বলতে পারে তারা " সমাজে পরিষ্কার পানীয় জল আনয়ন করা" বলতে কেবল এক গ্লাস পানি বুঝায়নি। তখন আপনার উত্তর হবে প্রতিটি উদ্দেশ্যের ক্ষেত্রে প্রকল্প নকশা অথবা প্রস্তাবনা অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, যাতে অন্য কোন ব্যাখ্যা প্রদানের উপায় না থাকে।

মনে রাখবেন, প্রতিটি উদ্দেশ্য "To" শব্দটি দিয়ে শুরু হওয়া বাঞ্ছনীয়। বাংলায় "করতে হবে" শব্দযুগল দিয়ে শেষ করতে হবে। একটি ভালো উদ্দেশ্যের গুণাবলী মনে রাখার সহজ উপায় হল আদ্যক্ষরা "SMART" ( সপ্রতিভ) মনে রাখা। এটি বুঝায় " সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, বাস্তবসম্মত এবং নির্দিষ্ট সময়ানুগ"।

S pecific- সুনির্দিষ্ট
M easurable- পরিমাপযোগ্য
A chievable- অর্জনযোগ্য
R ealistic- বাস্তবসম্মত
T ime-Bound- নির্দিষ্ট সময়ানুগ

একটি প্রকল্প নকশা বা প্রস্তাবনা প্রণয়নের অনুশীলনীর অংশ হিসেবে উদ্দেশ্যসমূহ চিহ্নিত করার সময়, আদ্যক্ষরা SMART কে চেকলিস্ট হিসেবে ব্যবহার করুন, যাতে সহজেই দেখা যায় যে উদ্দেশ্যটিতে ভালো উদ্দেশ্যের গুণাবলী আছে কিনা। ( প্রতিটি উদ্দেশ্য "করতে হবে" শব্দযুগল দিয়ে শেষ হয়েছে কিনা নিশ্চিত করুন)। উদ্দেশ্যটি অবশ্যই চিহ্নিত অভীষ্ট লক্ষ্যের অভিপ্রায় হতে আহরিত, এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

একটি প্রকল্পের উদ্দেশ্যসমূহ অবশ্যই "SMART" হতে হবে। সেগুলি হতে হবেঃ

S pecific- সুনির্দিষ্ট: কি, কোথায়,কখন, এবং কিভাবে পরিস্থিতি পরিবর্তিত হবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা;


M easurable- পরিমাপযোগ্য: লক্ষ্য এবং উপকার পরিমাপ করার যোগ্যতা;


A chievable-অর্জনযোগ্য: উদ্দেশ্যসমূহ অর্জনে সক্ষম;
               (সম্প্রদায়ের সম্পদ এবং সামর্থ্য সম্পর্কে জানা);


R ealistic- বাস্তবসম্মত: উদ্দেশ্যে প্রতিফলিত পরিবর্তনের মাত্রা সম্পর্কে জানার যোগ্যতা; এবং


T ime bound- নির্দিষ্ট সময়ানুগ:সুসম্পন্ন তওয়ার নির্দিষ্ট সময়ের উল্লেখ।


––»«––

সামাজিক অবদান; একটি গর্ত খনন:


সামাজিক অবদান; একটি গর্ত খনন:

© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল
ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––
শেষ আপডেটঃ ০৯.০২.২০১১

 হোম পেজ

 প্রকল্প নকশা