Tweet অনুবাদঃ
বাংলা / Baṅla |
সামাজিক প্রকল্প পরিকল্পনালেখকঃ ফিল বার্টলে, PhDঅনুবাদকঃ মোহাম্মদ রিফাত হায়দারঅংশ পরিচিতিসামাজিক প্রকল্প পরিচিতি অংশে প্রকল্প পরিকল্পনা মডিউল
কিভাবে একটি সামাজিক গোষ্ঠী একটি প্রকল্প পরিকল্পনা (পরিকল্পনার বিশদ বিবরণ) করে?সামাজিক প্রকল্প পরিকল্পনা: একজন সামাজিক কর্মীর কাজের ফলে উদ্ভূত পরিস্থিতি, বিভিন্ন অংশের সমন্বয় সাধন, একটি কার্যনির্বাহী পরিষদ গঠনের মাধ্যমে পুরো সম্প্রদায়ের আশা- আকাংক্ষার বাস্তবায়ন এবং পুরো সম্প্রদায়ের সমস্যা ও চাহিদাকে অধিকার ভিত্তিতে চিহ্নিত করার জন্যই একটি সামাজিক গোষ্ঠী একটি সামাজিক প্রকল্পের উদ্যোগ গ্রহণ করে। একটি প্রকল্প বিভিন্ন ক্ষেত্রে একটি বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়, যেমনঃ(১)একটি নতুন উপযোগী উপকরণ প্রস্তুত,(২) পুরনো বাতিল উপযোগী উপকরণ সচল করণ, (৩) উপযোগী উপকরণ মেরামত ও রক্ষণাবেক্ষণ, (৪) নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য নতুন সংগঠন গড়ে তোলা, (৫) যে কোন বিষয়ে সমাজে সচেতনতা সৃষ্টি, (৬) সমাজের সদস্যদের অভ্যাস ও আচরণের উন্নতিসাধন(যেমন, পরিষ্কার-পরিচ্ছন্নতা), (৭) নতুন আইন, বিধিনিষেধ এবং নির্দেশাবলী প্রণয়ন ও বলবত করণ (যেমন, বাড়িওয়ালা ও ভাড়াটেদের জন্য),অথবা (৮) বিদ্যমান আইন বা বিধিনিষেধের পরিবর্তন সাধন। এই প্রকল্পের নকশা প্রণয়ন করতে হবে। প্রকল্প নকশা কি? প্রকল্প নকশা বলতে বুঝায় সমগ্র প্রকল্প কেন এবং কিভাবে পরিচালিত হবে তা কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা।প্রকল্প নকশা হল ভালো পরিকল্পনা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার যথার্থ প্রতিফলন। এতে অন্তর্ভুক্ত হবে চারটি মৌলিক অথবা গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশ্নমালা এবং তাদের উত্তরসমূহ, সিদ্ধান্তসমূহ যা গৃহীত হয় কোন সম্মিলিত চিন্তাভাবনা অধিবেশন থেকে।. মূল পছন্দের বিষয়সমূহের উপর ভিত্তি করে, এই নকশায় প্রয়োজনবোধে ব্যাপ্তিকাল, বাজেট, পর্যায় এবং এটি বাস্তবায়নের অন্যান্য উপায় ও পছন্দের বিশদ বিবরণ অন্তর্ভূক্ত হবে। একটি ভালো প্রকল্প নকশায় আরও অন্তর্ভুক্ত থাকে কার্যক্রমের তদারকি এবং ফলাফলের প্রতিবেদন প্রেরণের পরিকল্পনা। এতে আরও থাকে কিছু প্রত্যাশিত পরিণতি, এবং সেই পরিণতি নিরূপণ ও ফলাফল মূল্যায়নের উপায়। একটি প্রকল্প নকশা কর্মপরিকল্পনার মত হলেও এটি কর্মসূচী বা বাজেটের মত নয়, একটি ভালো প্রকল্প নকশায় কর্মসূচি ও বাজেট উভয়ই থাকবে , এবং এর মুখ্য যুক্তিতর্ক ও মূল বিষয়বস্তু উভয়ের ন্যায্যতা প্রতিপাদন করবে। এই মডিউলের প্রশিক্ষণ নির্দেশিকায় আছে সামাজিক প্রকল্প নকশা প্রণয়নের উপর প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের তথ্যটীকা,এবং কর্মশালার বিবৃতিপত্র। এক্ষেত্রে যা অনুধাবন করা প্রয়োজন তা হল এই নকশা সমাজ বহির্ভূত কেউ অথবা সমাজের কোন ক্ষুদ্র অংশ এই নকশা প্রণয়ন করে না, বরঞ্চ সমাজের সকলে মিলেই তা করে। একজন সঞ্চালকের দায়িত্ব হল সমাজকে উতসাহ ও পরিচালনার মাধ্যমে এমন একটি প্রকল্প নকশা প্রস্তুত করা যা অংশগ্রহণমূলক,বাস্তবসম্মত ধারণা ও পর্যবেক্ষণের উপর রচিত, এবং যার প্রায়োগিক ও সহজ রূপ সমাজের সকলেরই বোধগম্য হয়। যেখানে সকল মডিউলেই কিছু সাধারণ বিষয়াবলী আছে, এটি বিশেষভাবে ব্যবস্থাপনা প্রশিক্ষণ, সম্মিলিত চিন্তাভাবনা,এবং সামাজিক সম্পদ মডিউল গুলির সাথে যুক্ত। ––»«––
পরিপূরক
মডিউলঃ
প্রকল্প
সম্পদ আহরণ
সামাজিক কার্যনির্বাহী সভা; অগ্রাধিকার চিহ্নিতকরণ: আপনি
যদি এই পেজ থেকে কপি করতে চান তবে
কতৃপক্ষের অনুমতি নিন এবং
|
হোম পেজ |