হোম পেজ
 ঋণ
অনুবাদ:

Bahasa Indonesia
বাংলা / Baṅla
Български език
Català
中文 / Zhōngwén
English
Español
Filipino/Tagalog
Français
Ελληνικά / Elliniká
हिन्दी / hindī
Italiano
Português
Română

                    

অন্য পেজ:

মডিউল

সাইট ম্যাপ

গুরুত্বপুর্ন শব্দসমূহ

ঠিকানা

সাহায্যকারী তথ্যাবলী

কর্যকরী লিংক


সঞ্চয় সংগঠিত করা

লেখক ফিল বার্টলে,পি এইচ ডি

অনুবাদক মোঃ সাইদুর রহমান


রেফারেন্স দলিল

ভূমিকা:

“সম্পদ সৃষ্টির জন্য গাইডবই”-টিতে, আপনি দেখেছিলেন যে সম্পদ ভোগ করা যেতে পারে, জমিয়ে রাখা (সঞ্চয়) কিংবা বিনিয়োগ করা যেতে পারে। সম্পদ উত্পাদন কিংবা সৃষ্টিতে, গুরুত্বপূর্ণ হচ্ছে একটি পদ্ধতি যা “সঞ্চয়”কে “বিনিয়োগ”-এ রূপান্তরিত করতে পারে। এই দলিলটি সঞ্চয়ের ধরন দেখে, এবং আপনি কিভাবে, একজন সমবেতকারী হিসেবে, আপনার নির্বাচিত দলের মাঝে এটি উদ্বুদ্ধ করতে ও নির্দেশনা দিতে পারেন (সুবিধাপ্রাপ্তদের)।

“সঞ্চয়” হল নগদ অর্থ অথবা বস্তুগত পণ্য যা ভবিষ্যত ব্যবহারের জন্য রেখে আলাদা করে রাখা হয়। গ্রামীণ অথবা অন্যান্য নিম্ন আয়ের সম্প্রদায়ের মানুষেরা, দরিদ্র হলেও, সঞ্চয় করতে পারে যখন তাদের নির্দেশনা দেয়া হয় এবং উদ্বুদ্ধ করা হয়। গ্রামীণ সম্প্রদায়ে, সনাতন ঋণ আবর্তন দলগুলোর মাধ্যমে সঞ্চয় করা হয়, অথবা গৃহপালিত প্রাণী (ছাগল, শূকর, মুরগীর বাচ্চা অথবা গাভী) কেনার মাধ্যমে।

প্রত্যেকটি ক্ষুদ্র উদ্যোগের মূলধন অথবা তহবিল বৃদ্ধি করা দরকার হয় যা হতে পারে মালিকের টাকা অথবা একটি ঋণ। যখন একটি ঋণ ব্যবহৃত হয়, এটি অন্য একজন যে সঞ্চয় করতে পেরেছেন। ক্ষুদ্র উদ্যোগগুলো, অন্য ব্যবসাগুলোর মত, সঞ্চয়কে (মালিকের এবং অন্যদের) মূলধনে রূপান্তরিত করে, সম্পদ সৃষ্টির ক্ষেত্রে।

কেন সঞ্চয় করা দরকার?

মানুষ সঞ্চয় করে বিভিন্ন কারণে (অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক)।
মানুষের সঞ্চয়ের সামর্থ্য নির্ভর করে :
 • উপার্জন ক্ষমতা;
 • ভোগের অভ্যাস;
 • সামাজিক-সাংস্কৃতিক বিধিনিষেধসমূহ
 • ব্যক্তিগত উচ্চাকাংক্ষা; এবং
 • চারপাশের অবস্থা।

মানুষ নিচের কিছু কারণের জন্যে সঞ্চয় করতে চায়:
 • নতুন কোন ব্যবসা উদ্যোগ শুরু করতে অথবা বর্তমানটিকে সম্প্রসারণ করতে;
 • বাড়ন্ত পরিবারের স্বাস্থ্য, শিক্ষা (বিদ্যালয়ের খরচ) এবং বাসস্থানের (নতুন বাড়ি তৈরীতে) জন্য;
 • নতুন যন্ত্রপাতি কেনার জন্য;
 • বৃদ্ধ বয়সের ভরণপোষণের জন্য;
 • অনাদৃষ্ট পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য (যেমন – খরার কারণে সংঘটিত শস্য ঘাটতি);
 • বস্তুগত সম্পদ যেমন, জমি কেনার জন্য; এবং
 • ঋণ প্রদানকারী সংস্থা যেগুলো ঋণ সরবরাহ করবে থাকে সেগুলোর সাথে এক ধরনের সম্পর্ক গড়ে তোলার জন্য।

সঞ্চয়ের ধরণ:

নিম্ন আয়ের সম্প্রদায়গুলোতে, সঞ্চয়ের সামর্থ্য অল্প এবং প্রায়ই তা নগদ অর্থ বা এ ধরনের কিছু। নগদ অর্থ সঞ্চয় করা সুলগ এবং সুবিধাজনক।

সঞ্চয়ের ধরণের (সংরক্ষণযোগ্য দ্রব্য গুদামে রাখা) মধ্যে অন্তর্ভুক্ত:
 • খাদ্যশস্য (ভুট্টা, বজরা, তিল, শিম, চীনাবাদাম)
 • গৃহপালিত পশু (গাভী, ছাগল, ভেড়া, মুরগির বাচ্চা)
 • প্রক্রিয়াজাত খাদ্য (বজরা ময়দা, ধোঁয়া দিয়ে শোকানো মাছ, মাংস)

কোথায় সঞ্চয় করতে হবে:

নিম্ন আয়ের সম্প্রদায়গুলোতে, অধিকাংশ লোক অপ্রকাশিত জায়গায় সঞ্চয় করতে পছন্দ করে। এটা হতে পারে চাল, পাত্র, দেয়াল, মাটির নিচে অথবা বিছানার নিচে। সঞ্চয়কে কখনই বিনিয়োগে রূপান্তর করা যাবে যখন এটি বিছানার নিচে থাকবে।

একজন সমবেতকারী হিসেবে আপনার কাজ হল তাদেরকে একটি ঋন আবর্তন দলে সঞ্চয় করতে উদ্বুদ্ধ করা (এমন একটি দল যা সনাতন ধারা হতে পরিবর্তিত হয়ে ক্ষুদ্র উদ্যোগ কর্মকান্ড সৃষ্টি ও উন্নয়নে ভূমিকা রাখবে এবং ফলে সম্পদ সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণ সম্ভব হবে।)

সঞ্চয়ের সংগঠন:

একজন লোক যত গরীবই হোক না কেন তাকে পূর্বে উল্লিখিত কারণে আয় বৃদ্ধির কারণে সঞ্চয় করতে বোঝানো ও উদ্বুদ্ধ করা সম্ভব হবে।

সদস্যেরা তাদের দলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর অন্তর (সাপ্তাহিক, মাসিক, সাপ্তাহিক হাটবারগুলোতে) সঞ্চয় করবে।

দলীয় সঞ্চয়কে কার্যকরভাবে সমবেত করা যাবে নিম্নের সহজ কার্যপ্রণালী ব্যবহার করে:
 • দলটি অবশ্যই প্রতেক সদস্যের সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ করবে;
 • নিয়মিত সঞ্চয় নিশ্চিত করতে সঞ্চয় পরিশোধের জন্য একটি নির্দিষ্ট দিনের ব্যাপারে সম্মত হতে হবে;
 • প্রত্যেক সদস্যকে একটি সঞ্চয় বই দেয়া হবে যাতে জমাকৃত পরিমাণ দলের কর্মকর্তা দ্বারা লিপিবদ্ধ করা হবে;
 • দলটি একটি সঞ্চয় হিসাব খুলবে যাতে সব সদস্যের সঞ্চয় জমা করা হবে;
 • দলটি একটি সাধারণ সঞ্চয় নিবন্ধগ্রন্থ রাখবে যাতে প্রত্যেক সদস্যের কাছ থেকে সংগ্রহকৃত টাকার পরিমাণ ব্যাংকে পাঠানোর আগেই লিপিবদ্ধ করা হবে। নিবন্ধগ্রন্থের তথ্যের সাথে ব্যক্তিগত সঞ্চয় বইয়ের তথ্যের মিল থাকতে হবে;
 • দলের সভার দিন গুলোতে সব সঞ্চয় সংগ্রহ করতে হবে গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে; এবং
 • প্রত্যেক সভায় সংগ্রহিত মোট টাকার পরিমাণ উপস্থিত সকলের সামনে ঘোষণা করতে হবে এবং তাদের সঞ্চয়ের বইয়ে লিপিবদ্ধ করতে হবে এবং তারপর কোষাধ্যক্ষের হাতে তুলে দিতে হবে ব্যাংকে জমা দেয়ার জন্য।

──»«──€“

ঋণ আবর্তন: জমা সংগ্রহ করা:


ঋণ আবর্তন; দান সংগ্রহ করা

© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল
ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––
শেষ আপডেটঃ ০৯.০২.২০১১

 হোম পেজ

 ঋণ সংস্থা