অনুবাদ:
অন্যান্য ফরমেটঃ
অন্য পেজ:
|
প্রশিক্ষণ
মডিউল
অনুবাদ
মোঃ নাহিদ হাসান রাজু
প্রশিক্ষণ
মডিউলে রয়েছে প্রাথমিক কথা, কিছু
নমুনা, কর্মশালার সংক্ষিপ্ত উপকরণ
এবং প্রশিক্ষণার্থীদের জন্য নির্দেশিকা।
প্রতিটি মডিউলে একটি বিষয়বস্তু
রয়েছে যার জন্য বিভিন্ন ব্যক্তি
ও উদ্দেশ্যের জন্য বিভিন্ন বই বা
সহায়িকা রয়েছে।
প্রথম
পাঁচটি মডিউলের সূচনা কর্মশালার
জন্য সংক্ষিপ্ত আকারে সহায়ক উপকরণ
রয়েছে। প্রশিক্ষণার্থীদের নির্দেশিকা
ছাড়া বাকিগুলো একটি বই আকারে রয়েছে,
সংগঠক
নির্দেশিকা।
সূচনা
মডিউল (সংক্ষিপ্ত সহায়িকা):
মাধ্যমিক মডিউলঃ
- জনগোষ্ঠি ক্ষমতায়নের মূলনীতি, সাম্প্রদায়িক দরিদ্রতার বিরুদ্ধে লড়ার কারণ;
- সংগঠন, জনগোষ্ঠিকে সংগঠিত ও কিছু করার জন্য উদ্বুদ্ধ করতে যোগ্যতা;
- অংশগ্রহন মূল্ক মূল্যায়ন, জনগোষ্ঠি নিজেকে উপলদ্ধি করতে সমন্বয় সাধন;
- ব্যবস্থাপনা প্রশিক্ষণ, প্রশিক্ষণ হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কার্যকারিতা বৃদ্ধি পায়;
- বুদ্ধিখাটানো, প্রশিক্ষণের মাধ্যমে দলগত সিদ্ধান্তে পৌছানো যায়;
- অংশগ্রহন মূলক ব্যবস্থাপনা, একটি NGO, একটি প্রকল্প অথবা প্রতিষ্ঠান পরিচালনা করতে;
- লিঙ্গ (নারী), সচেতনতা বৃদ্ধি কৌশল ও লিঙ্গ সমতা;
- জনগোষ্ঠির প্রকল্প পরিকল্পনা, অংশগ্রহন মূলক পদ্ধতির মাধ্যমে জনগোষ্ঠির প্রকল্প পরিকল্পনা;
- জনগোষ্ঠি সম্পদ, সুপ্ত সম্পদগুলোকে চিহ্নিত রা;
- আয় বৃদ্ধির মূলনীতি, দরিদ্রতা মোকাবিলায় একটি কার্যক্রমে কি থাকে;
- ঋণ দাতা প্রতিষ্ঠান গঠন, ঋণ সঞ্চালনের জন্য একটি সামাজিক প্রতিষ্ঠান;
- ক্ষূদ্র উদ্দোক্তাদের প্রশিক্ষণ , ক্ষূদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা;
- জনগোষ্ঠির ক্ষমতা পরিমাপ করা, কিভাবে সক্ষমতা বৃদ্ধি পর্যালোচনা করতে হয়;
- পর্যালোচনা ও মূল্যায়ন, অগ্রগতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ;
- প্রতিবেদন প্রস্তুত, কিভাবে, কেন, কার জন্য, প্রতিবেদন লিখতে;
- প্রশিক্ষণ পদ্ধতি, উপকরণ ব্যবহার।
অন্যান্য মডিউলঃ
- একটি সংগঠন কার্যক্রম ব্যবস্থাপনা, এই প্রক্রিয়ায় বিভিন্ন উদ্ভুত বিষয়ের বৈশিষ্ট্য;
- সামাজিক গবেষণা, জনগোষ্ঠির সামাজিক চালিকা, জনগোষ্ঠির মূল্যায়নের জন্য মূল্যবান তথ্য;
- পানি এবং সংগঠক, যখন জনগোষ্ঠি নিরাপদ পানিকে বেছে নেয়;
- অভৌত উন্নয়ন, যখন জনগোষ্ঠি অধিকার, সুশিল সমাজ, সমাজ কল্যান মূলক কাজ, মহিলাদের প্রজনন বা গর্ভপাত, এইচ আই ভি এইডস কে বেছে নেয়;
- কার্যকরি শিক্ষা, সনাতন পদ্ধতি ছারা কিভাবে লেখা ও পড়া যায়; একটি কার্যকরি, বাস্তব সম্মত, ব্যবহার উপযোগী ও বিষয় নির্ভর কার্যক্রম পরিকল্পনা;
- সক্ষমতা উন্নয়ন, কিভাবে একটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা যায়; NGO, কম্পানি অথবা প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের উপর ক্ষমতায়ন পদ্ধতি ব্যবহার;
- পরিবেশ সৃষ্টি, স্বনির্ভর হতে জনগোঠিকে বেশি করে উৎসাহ প্রদান করা; রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশ ক্ষমতায়নের উপর প্রভাব ফেলে;
- দুর্যোগ থেকে উন্নয়ন, কিভাবে আপনার ত্রাণ বিতরণ কার্যক্রম দুর্যোগ শেষে সাহায্য থেকে ক্ষমতায়নে রুপান্তরিত হয়।
- সুখি ও সুস্বাস্থ্যবান থাকুন;
নির্মীতব্য (Under Construction):
––»«––
সম্পূরক মডিউলঃ অংশগ্রহনমূলক মূল্যায়ন, জনগোষ্ঠি গবেষণা, বিজ্ঞান নির্ভর সামাজিক গবেষণা
সম্পূরক মডিউলঃঅপার্থিব উন্নয়ন, কার্যকরি শিক্ষা, লিঙ্গ সমতা
সম্পূরক মডিউলঃ জনগোষ্ঠির প্রকল্প পরিকল্পনা, প্রকল্পের সম্পদ অধিগ্রহন
সম্পূরক মডিউলঃ ক্ষমতায়নের মূল নীতি, সক্ষমতা বৃদ্ধি, শক্তি পরীক্ষা
সম্পূরক মডিউলঃ অংশগ্রহন মূলক ব্যাবস্থাপনা, ব্যাবস্থাপনা প্রশিক্ষণ, সংগঠিত করন ব্যাবস্থাপনা
সম্পূরক মডিউলঃ আয় বৃদ্ধি, ঋণদাতা সংস্থা, খুদ্র উদ্যোক্তা প্রশিক্ষণ
সম্পূরক মডিউলঃ পর্যবেক্ষণ ও ম ূল্যায়ন, পর্যবেক্ষণ সহায়িকা, প্রতিবেদন লিখন
© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––শেষ আপডেটঃ ০৮.০২.২০১১
|