হোম পেজ
 সমবেতকরণ




অনুবাদ:

Bahasa Indonesia
বাংলা / Baṅla
Català
中文 / Zhōngwén
English
Español
Filipino/Tagalog
Français
Ελληνικά / Elliniká
हिन्दी / hindī
Italiano
日本語 / Nihongo
Kiswahili
Polszczyzna
Português
Română
Русский
Tiếng Việt
اردو / Urdu

                    

অন্য পেজ:

মডিউল

সাইট ম্যাপ

গুরুত্বপুর্ন শব্দসমূহ

ঠিকানা

সাহায্যকারী তথ্যাবলী

কর্যকরী লিংক

সমবেতকারী হতে হলে

লেখক ফিল বার্টলে, পি.এইচ.ডি.

অনুবাদক এডভোকেট মুহাম্মদ এরশাদুল করিম


প্রশিক্ষণের সময় বিতরনযোগ্য কাগজপত্র

আপনি কি একজন সঞ্চালক, সহায়তাকারী, কর্র্মী অথবা সমবেতকারী হতে প্রস্তুত?

আত্ম-পরীক্ষা

আপনার কি কি দক্ষতা এবং জ্ঞান আছে যাচাই করূন। জিজ্ঞাসা করূন:
  • "আমি কি জনগোষ্ঠীর সদস্যদের তাদের নিজেদের সমস্যা নিজেরা সমাধানের ব্যাপারে সহায়তাদানের জন্য আমার সময় এবং মনোযোগ প্রদানে ইচ্ছুক?"
  • "আমি কি এমনভাবে আমার আচরণ করতে পারি যাতে করে মানুষ আমাকে দাম্ভিক মনে করবে না?"
  • "রাজনীতি এবং দলীয় বিবাদ এড়িয়ে আমি কি সমস্যা সমাধানে কাজ করতে পারি?"
  • "আমি কি জনগণের স্বার্থ সমুন্নত রাখতে পারি?"
  • "আমি কি এমনভাবে কাজ করতে ইচ্ছুক যে, তারা মনে করবে যে কাজটি তারা নিজেরাই করেছে?"
  • "আমার কি কৃষি, যথাযথ প্রযুক্তি, নির্মাণ, প্রতিবন্ধকতা, সড়ক, পুষ্টি, সমাজকর্ম, মাটি সংরক্ষণ, পরিচ্ছন্নতা, পানি- সম্পর্কে পর্যাপ্ত প্রাথমিক কারিগরী জ্ঞান রয়েছে যা জনগোষ্ঠীর সদস্যদের নিজেদের সমস্য বিশ্লেষণে সহায়তা করবে?"
  • "যখন নানাবিধ বিষয় আমার প্রত্যাশার ব্যতিক্রম হয়, তখন কি আমি নিজেকে নিরুrসাহিতমুক্ত রাখতে ইচ্ছুক?"
আপনার যদি এই যোগ্যতাসমূহ থাকে, তাহলে আপনি একজন সফল সমবেতকারী হতে প্রস্তুত।

সমবেতকারীর ভূমিকা:

সমবেতকারীর ভূমিকা হচ্ছে কোন জনগোষ্ঠীর ক্ষমতায়নে এবং একে আত্ম নির্ভরশীল করতে সমবেত করা।
বিশেষভাবে, যাতে নিম্নলিখিত বিষয়সমূহ নির্ভর করে:
    • জনগোষ্ঠীর আত্ম-নির্ভরশীলতা সম্পর্কে সঠিক তথ্য সকল সদস্যদের নজরে আনা যায়; এবং
    • জনগোষ্ঠীর কর্মদ্যোগ গ্রহণ করার জন্য সকল প্রকার সম্পদের (মানব এবং বস্তুগত) যোগান বিন্যাস এবং আয়োজন করা যায়;·
  • নিজেদের কাঙ্খিত উন্নয়নে অংশগ্রহণের জন্য জনগোষ্ঠীর সদস্যদের উজ্জীবিত করা;
  • জনগোষ্ঠীর কার্যকারিতা, যোগ্যতা, আত্ম-নির্ভরশীলতা এবং ক্ষমতায়ন বৃদ্ধি করবে এমন কার্যক্রমে নিয়োজিত করা;
  • সকল তথ্য সঠিক এবং যথাযথভাবে ব্যাখ্যা করা হয়েছে তা নিশ্চিত করা;
  • অসত্য তথ্য বিশেষভাবে যা অবাস্তব প্রত্যাশা তৈরী করে এবং পরবর্তীতে হতাশা এবং নিরুrসাহিত করে তা কার্যকরভাবে প্রতিহত করা;
  • জনগোষ্ঠীর সদস্যদের তাদের নিজেদের উন্নয়নে তাদের যোগ্যতা রয়েছে তা নিশ্চিত করে তাদের উrসাহিত এবং প্রশংসা করা;
  • কি কার্যক্রম গ্রহণ করা হবে এই মর্মে জনগোষ্ঠী যে সিদ্ধান্ত নিবে তা কতিপয় শক্তিশালী সমাজপতির সিদ্ধান্তে না হয়ে, সমস্ত জনগোষ্ঠীর পছন্দে হবে তা নিশ্চিত করা;
  • জনগোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণকালীন সময়ে ঝুকিপূর্ণদের যেমন: নারী, যুবা, প্রতিবন্ধী, নৃতাত্বিক সংখ্যালঘু, দুর্বল এবং ভোটাধিকার বঞ্চিতদের মতামত শোনা নিশ্চিত করতে হবে;
  • জনগোষ্ঠীর মাঝে একতা, লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রমের একতা বৃদ্ধি এবং উrসাহিত করা; প্রত্যক্ষভাবে জনগোষ্ঠীর মাঝে অনৈক্য, সংকীর্ণতা, জাতিগত দ্বন্দ, যৌনতা, গোত্রগত, পৃষ্ঠপোষকতা, বর্ণ, শ্রেণীগত বিভেদ প্রতিহত করা;
  • প্রতি নিয়ত অভিজ্ঞতা বিনিময়, যৌথভাবে সমাধাকৃত অভিন্ন সমস্যা এবং সামাজিক সঞ্চালন এবং জনগোষ্ঠী ব্যবস্থাপনা সম্পর্কিত দক্ষতা উন্নয়নে অন্য সমবেতকারীর সাথে এক সাথে এগিয়ে আসা;
  • জনগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং সদস্যদের ব্যবস্থাপনা সম্পর্কিত দক্ষতা এবং পদ্ধতি শিক্ষণে সহায়তা প্রদান করা।

জনগোষ্ঠীর সমবেতকারী হচ্ছেন একজন সামাজিক সঞ্চালনকারী, এবং তার সামাজিক সঞ্চালনের নীতিমালা এবং দক্ষতা, জনগোষ্ঠীকে একতাবদ্ধ করার জন্য কিভাবে অধিকতর উজ্জীবিত করা যায় তা শেখার আগ্রহ, নিজেদের সিদ্ধান্ত নেয়া, কার্যপ্রণালী পরিকল্পনা, জনগোষ্ঠীর কার্যপ্রণালীতে নিজেদের সম্পদ চিহ্নিত করা এবং যোগান দেয়া, এবং জনগোষ্ঠীর অভিন্ন লক্ষ্য পূরণে আভ্যন্তরীন এবং বাহিরের সম্পদ ব্যবহারের উপযুক্ত পন্থা বাছাই সম্পর্কে জ্ঞাণ থাকা দরকার। দেখুন: সমবেতকারীর কার্যবিবরণী.

––»«––

কার্যরত একজন সমবেতকারী:


কার্যরত একজন সমবেতকারী


© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল
ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––
শেষ আপডেটঃ ০৮.০২.২০১১

 হোম পেজ

 সমবেতকরণ