হোম পেজ
 অংশগ্রহনমূলক মাননির্ণয়/অংশগ্রহনের মাধ্যমে মূল্যায়ন




অনুবাদ:

'العربية / al-ʿarabīyah
Bahasa Indonesia
বাংলা / Baṅla
Català
中文 / Zhōngwén
Deutsch
English
Español
Filipino/Tagalog
Français
Ελληνικά / Elliniká
हिन्दी / hindī
Italiano
بهاس ملايو / Bahasa Melayu
Polszczyzna
Português
Română
Telugu
Tiếng Việt

                    

অন্য পেজ:

মডিউল

সাইট ম্যাপ

গুরুত্বপুর্ন শব্দসমূহ

ঠিকানা

সাহায্যকারী তথ্যাবলী

কর্যকরী লিংক

অংশগ্রহণমূলক মূল্যায়নের সুবিধাগুলো

মূল: ডরিন বয়েড

সম্পাদনা : ফিল বার্ত্লে পি এইচ ডি,

অনুবাদ: শামানা ইয়াসমীন


কিছু সুফল :

এই অনুশীলনটি প্রমান করে যা আপনি আপনার সম্প্রদায় সম্পর্কে পূর্বেই অনুমান করেছিলেন বা এটি সাহায্য করে ভুল তথ্য এবং বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে গবেষণা মূলক প্রমাণকে কাজে ব্যবহারের সময় পূর্বে অনুমিত অবস্থার সংশোধন করতে.

এলাকার বা সম্প্রদায়ের লোক দিয়ে একটি পেশাদারী জরিপ বা মূল্যায়ন কাজ সমাধা করলে এটি সম্প্রদায়ের লোকের অংশগ্রহণ কে উত্সাহিতকরে , অংশগ্রহণ শুরু করায়,এবং করমসুচিগুলোকে দীর্ঘস্থায়িত্ব দিতে প্রেরণা জোগায়.সম্প্রদায়ের লোকেরা প্রকৃত পক্ষেই নিজেদেরকে এই কাজে অন্তর্ভুক্ত করে.তথ্য বিশ্লেষণের সময় এটি তাদের বিদ্যমান অবস্থার মূল কারণগুলো সম্পর্কে সজাগ করে তুলে যা তাদের উন্নয়ন শিক্ষাকে সুবিধাদান করে.এই উন্নয়ন শিক্ষায় প্রতিদানে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য ওকালতি এবং গোপন প্রভাব বিস্তারের জন্য একটি বোধ তৈরী করে.এটি সম্প্রদায়ের চাহিদা মূল্যায়নের ক্ষেত্রে 'ব্যক্তিগত' বা আত্মগত মনোভাবের উর্ধ্বে উঠে বৃহত্তর সামগ্রিক 'সাম্প্রদায়িক' দিকটিকে প্রাধান্য দিতে শেখায়.

আমার মতে,সম্প্রদায়ের চাহিদা এবং সম্পদ নির্ধারণ করার ক্ষেত্রে অন্যান্য প্রণালী পদ্ধতিতে এটি একটি প্রধান প্রতিবন্ধকতা.মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে আত্মগত,তারা সকল কিছু নিজেদের দর্শনুপাতে বিচার করে.এটি পুরোপুরি খারাপ নয় কিন্তু এটি তথ্য সংগ্রহ বা রায় কে তির্জকদিকে নিতে পারে এবং ব্যক্তিগত চাহিদা পূরণ না হায় বা অংশগ্রহনের মাধ্যমে তাদের চাহিদা বাদ পড়ায়,কেউ কেউ এই ব্যক্তিগত অসন্তোষ প্রকাশ করতে পারে.

জাতীয় দারিদ্র মূল্যায়নের মত প্রায় একই ভাবে জরিপের রিপোট টি নথি হিসেবে ব্যবহৃত হতে পারে সকল পর্যায়ে ,সেটি হলো,জরিপের রায়ের উপর ভিত্তি করে নির্দিষ্ট সম্প্রদায়ের অবস্থানুযায়ী দারিদ্র বিমোচন কৌশল এবং কার্যক্রমের পরিকল্পনা তৈরী. ,কর্মপন্থা পরিবর্তনের এবং অন্যান্য প্রতিকুলতার মধস্ততা করে এমন একটি অবস্থা তৈরী করা যা সম্প্রদায়ের দলগুলোকে সুযোগ করে দেয় বৃহত্তর সিদ্ধান্ত তৈরিতে অংশ নিতে, পরিশেষে এমন একটি অবস্থার তৈরী করে যা সম্পদকে সচল রেখে প্রয়োজনীয় মধ্যস্থতা সম্পন্ন করতে পারে.

পৃথিবীর বিভিন্ন অংশে অ.মু.প্র কৌশলকে কার্যপদ্ধতিকে কাজে লাগিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তার থেকেই এই ধারণাগুলো তৈরী হয়েছে.

এটি সাধারণত সাম্প্রদায়িক মানচিত্র তৈরির অনুশীলনকে অনুসরণ করে ,এটি ভুল তথ্য বা তথ্য স্বল্পতার প্রকাশ ঘটাতে শুরু করে,বিভিন্ন উধারণে দেখা যায় সীমানা সংক্রান্ত তথ্য যার মাঝে কৌশলের অবকাঠামোগত (যেমন,পায়খানা, পাইপ, দোকান) তথ্য রয়েছে.টি সাধারণ ভাবে "সঠিক ভাবে আবিষ্কার করুন" থেকে সাম্প্রদায়িক জরিপের ধারনায় এগিয়ে নিয়ে যায় .

আপাতদৃষ্টিতে, আমি কখনই এমন ঘটনার সম্মুখীন হই নি যেখানে সম্প্রদায়ের সদস্যরা এই অনুশিলোন্তির জন্য ট্রেনিং নিয়ে এটি সম্পন্ন করতে অপারগতা প্রকাশ করেছেন .

অতিরিক্ত ধারণা গুলো :

সুবিধা দাতাদের জন্য প্রধান চিন্তার বিষয় হচ্ছে, চাহিদা চিন্হিতকরণ এবং এটা স্বীকার করে নেয়া যে সাধারণ মানুষের মাঝেও অসাধারণ সম্ভাবনা রয়েছে যদিও তারা এখনো দরিদ্র অবস্থায় অবস্থান করছে.অন্যভাবে বলতে গেলে বলতে হয় বস্তুগত দারিদ্র মানে এই নয় যে সেখানে নতুন ধারণা নেই , স্বপ্ন নেই, নেই উচ্চাকাঙ্ক্ষা বা দক্ষতা. তাদের দক্ষতা ধারনাকে কাজে পরিনত করতে পারে স্বপ্নকে সত্যি করতে পারে, পারে উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রুপান্তরিত করতে.

তাদের বিশ্বাস থাকতে হবে যদি আপনার বিশ্বাস থাকে তাদের উপর, এই লোকগুলোর কর্ম ক্ষমতার উপর এবং যে পদ্ধতিতে তারা সুবিধা দান করছে তার উপর.

যে বিষয় গুলো সম্প্রদায়ের লোকদের উপর প্রভাব ফেলে তা সংত্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণ অনেক পেশাদার ব্যক্তি এখনো বুঝতে পারেন না.কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা যে তথ্য সমূহ তাদের জন্য উপকারী হিসেবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছেছেন এবং নিজেরাই সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন তার উপর ভিত্তি করে তারা বিশ্বাস করেন এই লোক গুলোর এই কাজ করার দক্ষতা বা ক্ষমতা নেই.

উপরের আলোচনা অবশ্যই সুবিধাদাতাদের সকল কাজের সংরক্ষণ স্বরূপ,কিন্তু এটি কিছুটা অ গ্রা মু প্র পদ্ধতিটির সমালোচনা কারণ সধারণ দৃষ্টিতে গবেষণা হচ্ছে দক্ষ বিশেষজ্ঞ দ্বারা সরবরাহকৃত তথ্য :অশিক্ষিত জনতার সরবরাহকৃত তথ্য নয়, কারণ তাদের উপর জরিপ সাধারণত চালানো হয়, তারা গবেষক হিসেবে কাজ করেন না.

ডোরীণ বয়্দ, ইউ অন ডি পি বার্বাডোস
––»«––

© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল
ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––
শেষ আপডেটঃ ০৯.০২.২০১১

 হোম পেজ

 অংশগ্রহণমূলক মূল্যায়ন