হোম পেজ




অনুবাদ:

'العربية / al-ʿarabīyah
Bahasa Indonesia
বাংলা / Baṅla
Català
中文 / Zhōngwén
Deutsch
English
Español
Filipino/Tagalog
Français
Ελληνικά / Elliniká
हिन्दी / hindī
Italiano
بهاس ملايو / Bahasa Melayu
Polszczyzna
Português
Română
తెలుగు /Telugu
Tiếng Việt
Türkçe

                    

অন্য পেজ:

মডিউল

সাইট ম্যাপ

গুরুত্বপুর্ন শব্দসমূহ

ঠিকানা

সাহায্যকারী তথ্যাবলী

কর্যকরী লিংক

মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ

মূল : ফিল বার্টেল, পি এইচ ডি

অনুবাদ : সামানা ইয়াসমীন


অধ্যায়ের ভুমিকা

এই অধ্যায়ের অন্তর্গত নথিপত্রগুলো মূল্যায়ন প্রক্রিয়াই অংশগ্রহণ

এই বিষয় সম্পর্কিত অনান্য নথিপত্র

একটি গ্রাম বা প্রতিবেশী মূল্যায়ন জরিপ তৈরিতে অংশগ্রহনের জন্য একটি গোষ্ষ্ঠিকে উদ্বুদ্যকরণ প্রক্রিয়া: একটি মানচিত্র এবং প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা বা ফর্দ, সাহায্যের অবলম্বনগুলো, সম্পদসমূহ এবং দায়বদ্ধতাসমূহ

এই ওয়েব সাইটের অধিকাংশ নথিসমূহের মতো এই অধ্যায়টিও তৈইরী হয়েছে মাঠ পর্যায়ের সমাজ সেবক, তাদের প্রশিক্ষক, সমন্বয়কারী, ব্যবস্থাপক এবং তত্তবধানকারীদের উদ্দেশ্য করে|

সাধারণত মুল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহন ও অংশগ্রহনের মাধমে মাননির্ণয় প্রক্রিয়ার অনেক সহজলভ্য নথিসমূহ পাওয়া যায়| এই ওয়েব সাইটটি ওই সকল সাইটের গবেষণার ফলাফল, অবস্থা পর্যবেক্ষণ, সভা সমাবেশের গবেষণাপত্র, তাত্তিক বিতর্ক এবং কেতাবি বিশ্লেষণে অংশ নিতে তৈরী হই নি |এখানে জোর দেয়া হয়েছে প্রয়োজনীয় দক্ষতা ও কৌশলের উপর, এছারাও প্রণালী বিদ্যার মূল নীতি নিয়ে এখানে অল্পকিছু আলোচনা আছে|

মুল্যায়ন প্রক্রিয়ায় গোষ্ঠির অংশগ্রহনের প্রণালী বিদ্যার প্রস্তাবনা নিয়া আলোচনা করা হয়েছে অধ্যায়ের আসল অংশে,সেটা হলো, অংশগ্রহনের মাধ্যমে মুল্যায়ন গোষ্ঠির ক্ষমতায়নকে এগিয়া নেবার ক্ষেত্রে অংশগ্রহনের মাধ্যমে মূল্যায়নের ভুমিকা জানতে হলে এটি আপনাদের পড়তে হবে|

অনান্য যে সব নথিপত্রগুলো যা এই অধ্যায়ের আসল অংশকে পূর্ণতা দিয়েছে,সেগুলো হলো: মানচিত্র এবং বিস্তারিত তালিকা, গোষ্ঠির সদসদের জন্য হাতে লেখা বিবরণী| মুল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকে উত্সাহিত করা, সাহায্যদাতা এবং উত্সাসোদাতাদের জন্য এটি লেখা | প্রণালী বিদ্যার অভিযোগের জবাব দেয়া এটি মূলত তৈরী হয়েছে ব্যবস্থাপক, সমন্বয়কারী এনং মাঠপর্যায়ের সমাজ কর্মীদের ব্যবহারের জন্য; কারণ পদ্ধতির প্রতি ভুল ধারণা আর ভুলের জবাব দিতে সপক্ষ সমর্থনের ভুমিকা আছে| প্রশিক্ষকদের প্রশিক্ষণ এতে আছে মাঠ পর্যায়ের কর্মীদের সমন্বয়কারী এবং প্রশিক্ষকদের জন্য দ্রষ্টব্য ও সংক্ষিপ্ত বিবরণী |

সমাজের অগ্রসরতার চক্ক্রর একটি পর্যায়ের উপর এই অধ্যায় টি আলোকপাত করে, এবং যুক্তিগত করনে এই চক্ক্রর অনান্য নথিপত্রর ও অধ্যায়ের সাথে এটি সংযুক্ত| এই সাইটের সকল অধ্যায়গুলো পরিশেষে সমাজের স্বল্প আয়ের জন গোষ্ঠির ক্ষমতায়নের জন্য সুযোগ করে দেয়|

এই অধ্যায়ের এই শ্রেনীর নথিগুলোর সাথে সম্পর্কযুক্ত আরো কিছু নথিপত্র হলো : (পার্তিচিপেসন), বেন ফ্লেমিং, (সেআড়িং প্রা), কামাল পুয়াল, এবং মুল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহন(প্রা) সম্পর্কিত ক্ষদ্র বিবরণী, ডরিন বোয়াদ

আপনি বিনামূল্যে একটি ট্রেনিং বিধিবিধান সম্পর্কিত বই পেতে চাইলে এই সাইটটিতে যান http://pcs.aed.org অথবা দেখুন www.eldis.org

––»«––€“

গোষ্ঠীর একটি বিস্তারিত তালিকা তৈরী:


গোষ্ঠীর একটি বিস্তারিত তালিকা তৈরী

সাহায্যকারী অধ্যায় সমূহ: গোষ্ঠির গবেষণা, সমাজবিদ্যা বিষয়ক গবেষণা

( যদি এই সাইটটি থেকে লেখা সংকলন করেন তবে দয়া করে লেখককে জানান )
এবং এই লিংকটির নাম উল্লেখ করুন cec.vcn.bc.ca/cmp/

 স্লোগান এবং প্রবাদ


© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল
ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––
শেষ আপডেটঃ ০৯.০২.২০১১

 হোম পেজ