হোম পেজ
 অংশগ্রহনমূলক মাননির্ণয়/অংশগ্রহনের মাধ্যমে মূল্যায়ন




অনুবাদ:

'العربية / al-ʿarabīyah
বাংলা / Baṅla
Català
中文 / Zhōngwén
Deutsch
English
Español
Filipino/Tagalog
Français
Ελληνικά / Elliniká
हिन्दी / hindī
Italiano
بهاس ملايو / Bahasa Melayu
Polszczyzna
Português
Română
Telugu
Tiếng Việt

                    

অন্য পেজ:

মডিউল

সাইট ম্যাপ

গুরুত্বপুর্ন শব্দসমূহ

ঠিকানা

সাহায্যকারী তথ্যাবলী

কর্যকরী লিংক

প্রণালী বিদ্যার স্বপক্ষতা সমর্থন

মূল: ফিল বার্ত্লে ,পি এইচ ডি

অনুবাদ: শামানা ইয়াসমীন


ব্যবস্থাপকদের জন্য দ্রষ্টব্য

স্বীয় মূল্যায়নের সময় সম্প্রদায়কে তাদের অংশগ্রহনের স্বপক্ষতা সমর্থন করণ.

অনুমান এবং অজ্ঞতা:

অনেক লোক আছে যারা মূলত সম্প্রদায়ের ভৌত গঠন দেখতে আগ্রহী.এই সকল মানুষের মধে যাদের আপনার কাজের উপর প্রভাব রয়েছে তারা হলেন রাজনীতিবিদ, সংবাদিক , প্রজেক্ট ম্যানাজার, এবং প্রকৌশলীগণ.সুবিধাগুলোর মধ্যে উদাহরণ স্বরূপ পানির উত্স ,পায়খানা, স্কুল, হাসপাতাল, এই গুলো হচ্ছে দৃশ্যমান এবং সহজেই রাজনীতিকবৃন্দের সাথে আলোকচিত্রে ধারণ করার মত মূর্ত. প্রাপ্তির প্রমান স্বরূপ এটিকে সহজেই যাচাই করা সম্ভব.সম্প্রদায়ের সদস্যদের মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ (এছাড়াও ক্ষমতা উন্নয়নের অন্যান্য টেনিং যেমন, পরিকল্পনা, পরিচালনা,হিসাব বিদ্যা, উপদেষ্টা হিসেবে সদা জাগ্রত দৃষ্টি রাখা, বিবরণ এবং রিপোর্ট দেয়া, মেরামত্করণ, এবং রক্ষনাবেক্ষণ করণ.)একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং সহজে এইগুলো দৃশ্যমান নয়. দক্ষতা উন্নয়নকে আপনি কিভাবে আলোক চিত্রে ধারণ করবেন.

(একবার আমি একটি ঘটনা লক্ষ্য করেছি, যখন এক দাতা এজেন্সির একজন অফিচার তিনদিনের জন্য সাইট পরিদর্শনের জন্য এসেছিলেন,কিন্তু ওই তিনদিনের মধ্যে সম্প্রদায়ের অংশগ্রহনে কোনো কর্মসূচির না থাকায়, তা পরিদর্শনের ব্যবস্থা করা সম্ভব হয় নি. এই ব্যাপারটি দুতাবাসের সেক্রেতরিকে খুবই রাগান্বিত করেছিল.)

প্রজেক্ট ম্যানাজার জানেন যে,প্রজেক্টের লক্ষবস্তু যাই হোক না কেন ,জনসম্মুখে সুবিধেগুলোর ভৌত গঠন দ্বারাই তাদের কাজের বিচার করা হবে.সবাই যে ভৌত গঠন কে সর্বোচ্চ বিচার্য বিষয় মনে করেন তা নয়.তবে কিছু খোলা মনের মানুষ রয়েছেন যারা বুঝতে চেষ্টা করেন যে দক্ষতা উন্নয়ন সমান গুরুত্বপূর্ণ বিষয়.

আপনাকে হয়ত সকলের সম্মুখে সম্প্রদায়ের অংশগ্রহনের ক্ষেত্রে সময় নেবার প্রয়োজনীয়তা এবং উপকারিতার বিষয়টি ব্যাখ্যা করে সব পক্ষ সমর্থনের জন্য ডাকা হবে.আপনি হয়ত এই রূপ প্রশ্ন করবেন, "আমাদের কি একটি নলকূপ বা পাম্প তৈরী করা উচিত হবে,যেখানে এটি অপ ব্যবহার ও ভেঙ্গে পরার সম্ভাবনা আছে এবং যেখানে এই সম্প্রদায়ের কেউ ই এর মেরামত এবং রক্ষনাবেক্ষনের দায়িত্ব নেবে না?"

কেন এই সময় নেয়া?

সম্প্রদায়ের অংশগ্রহণ (মূল্যায়ন,প্রজেক্ট বাছাই করণ,ব্যবস্থাপনা করণ,সদা জাগ্রত দৃষ্টি রাখা,এবং ক্ষমতা উন্নয়ন)আরম্ভো করার আগে সময় নেবার উপকারিতা হলো,সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সুবিধাগুলোর প্রতি সাম্প্রদায়িক 'মালিকানা' বোধ তৈরী করা.

যেটি এটির আত্মরক্ষার দায়িত্বটি বৃদ্ধি করবে (উদাহরণ স্বরূপ , হানাহানি এবং গবাদি সম্পদের বিনষ্টকরণের বিরদিতা করবে) রক্ষনাবেক্ষণ এবং মেরামতের দায়িত্ব তৈরী করবে. এটি সম্দ্রয়ায় টিকে সকলে মিলে সুবিধা গুলোকে আরো যথাযত ভাবে ফলপ্রসু ভাবে ব্যবহার করতে উদ্বুদ্ধ করবে এবং প্রয়োজনীয় ট্রেনিং (যেমন, পরিষ্কার, পরিচ্ছন্নতার মূলনীতি এবং ব্যবহারগুলো)নিতে আগ্রহী করবে.

সাম্প্রদায়িক অংশগ্রহনের মনোভাবটি তৈরী করা সময় সাপেক্ষ হলেও এটি ভৌত সুবিধা গুলোর দীর্ঘস্থায়ীত্বের বিষয়টি কে উত্সাহিত করে,শুধুমাত্র দ্রুত সুবিধাগুলো তৈরী করার চেয়ে এটি ভবিষ্যতের জন্য আরো ফলপ্রসু এবং ইতিবাচক.

কেন দ্বিতীয় বার তথ্য সংগ্রহ করা প্রয়োজন?

আরেকটি দিক যেটি আপনাকে প্রশ্নের সম্মুখীন করবে এবং আপনাকে আত্ম পক্ষ সমর্থন করে বুঝতে হবে ,সেটি হলো , ম্যাপ ও তালিকা তৈরির সময় তথ্য সংগ্রহ করার কার্যকারিতা কি?

কোনো নিন্দুক ব্যক্তি আপনাকে প্রশ্ন করতে পারেন যখন একটি সামগ্রিক বিভিন্ন অংশ সম্বলিত ভিত্তি রেখা জরিপ করাই আছে তবে কেন এই সাম্প্রদায়িক ম্যাপ এবং তালিকা তৈরী জরুরি.

আপনাকে ব্যাখ্যা করতে হবে যে অংশগ্রহনের মাধ্যমে ত্সাম্প্রদায়িক তথ্য সংগ্রহ হচ্ছে প্রাথমিক ভাবে সম্প্রদায়ের নিজের জন্য.এটি দায়িত্ববোধ এবং দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধির জন্য.প্রজেক্টের বা এজেন্সির জন্য এর উপকারিতা হচ্ছে গৌণ,পরিকল্পনার তথ্য মতে.সম্প্রদায়ের মাধ্যমে সংগ্রহিত তথ্য জরিপে সংগ্রহিত তথ্যকে আরো শক্তিশালী করে,পূর্ণ করে,এবং পরিশুদ্ধ করে.

কিভাবে আপনি আত্মপক্ষ সমর্থনে যোগ দিবেন?

যারা এ সম্পর্কে শুনতে চায় ,তাদেরকে এই কথা বলা একটি মূল গুরুত্বপূর্ণ ঘটনা. এর জন্য উপযোগী হবে একটি সর্বসাধারণের অনুষ্ঠান যা সম্প্রদায়ের সুবিধা নির্মানের সাথে সম্পর্ক যুক্ত. এটি হতে পারে একটি "চেক হস্তান্তরের অনুষ্টান", যেখানে দাতাদের কে পরিচয় করিয়ে দেয়া হয়.,একটি "ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান",যেখানে ভি ই পি আনুষ্ঠানিকভাবে নির্মান কাজের প্রারাম্ভো ঘোষণা করেন,বা একটি নির্মান কাজ সমাপ্তি এবং উদযাপন অনুষ্ঠান যেখানে স্থানীয় এবং জাতীয় সম্মানিত ব্যক্তি বর্গ ফিতা কেটে কাজেটি উদ্বোধন করেন বা সুবিধাটির প্রথম আনুষ্ঠানিক ব্যবহার শুরু করেন.

মূল ঘটনার সময় আপনি হ্যান্ড আউট কপিগুলো বিতরণ করতে পারেন,যে পুস্তিকাতে প্রাধান্য দেয়া হবে যে, এটি শুধু একটি নির্মান প্রজেক্ট নয় বরং এটি একটি ক্ষমতা উন্নয়ন প্রজেক্ট.সম্প্রদায়ের প্রতিটি পর্বের(মূল্যায়ন,প্রজেক্ট বাছাই করণ,ব্যবস্থাপনা করণ,সদা জাগ্রত দৃষ্টি রাখা,এবং ক্ষমতা উন্নয়ন)অংশগ্রহণকে উল্লেখ করুন.

সামান্য দীর্ঘতর দু পাতার সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিকগনকে (টেলিভিশন, রেডিও, সরকারের গণতথ্য কর্মকর্তা)দিন.যদি কোনো জনদরদী ফ্রি লাঞ্চে সাংবাদিক কে দিয়ে অংশগ্রহণ মূলক পদ্ধতির উপকারিতা সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি ছাপাতে পারেন তবে তা সময় ক্ষেপনের বিষয়টি কে ছাপিয়ে উপকারী দিকটি তুলে ধরবে. আপনি যদি সংবাদিকের প্রবেশকে প্রসারিত করেন (যেমন দরুন দুরের সম্প্রদায়ে গুড়ার সময় সাংবাদিককে নিয়ে একই গাড়িতে গেলেন )তাহলে আপনি পদ্ধতিটি ব্যাখ্যা করতে পারবেন বিস্তারিতভাবে বুঝতে পারবেন কেন বেশি সময় লাগে এতে .

আপনার ওকালতিতে পারদর্শী হতে হলে আপনাকে এই পদ্ধতিটি ভালোভাবে বুঝতে হবে এবং এর উপকারিতা সম্পর্কে নিজেকে বুঝতে হবে.অংশগ্রহণমূলক পদ্ধতিটির ওকালতি বা ব্যাখ্যা করার জন্য প্রস্তুতি নেয়া যথেষ্ট নয়.কারণ অনেক অনুমান করা হয় যা অনেক সময় অব্যক্ত থাকে তাই প্র অকটিভ পন্থা গ্রহণ করতে হবে.

আগে জানুন কি ধরনের লোকের মতামত আপনার কাজের জন্য কার্যকরী(যাদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে রাজনীতিবিদ, উর্দ্ধতন সরকারী কর্মকর্তা,সাংবাদিক এবং প্রকৌশলীগণ),চিন্হিত করুন সেইসকল মানুষকে যারা হঠাত বাধার সৃষ্টি করতে পারেন, তাদের বুঝিয়ে মিত্রেপরিনত করুন.নিচিত করুন তারা আপনার পুস্তিকার এবং সংবাদ বিজ্ঞপ্তির কপি পেয়েছে কিনা.এই প্রশ্ন তুলুন এবং এই বিষয়টি সাথে সকলের পরিচয় করিয়ে দিন যখনি সময় ও সুযোগ পান.

সাধারণ ভাবে এটি একটি খুব সাধারণ সূত্র : অংশগ্রহণ নির্মান কাজ ধীর করে কিন্তু কাজটিকে দীর্ঘস্থায়িত্ব দেয়.

আপনাকে আরো বিস্তারিতভাবে চলতি সাম্প্রদায়িক প্রজেক্টের বিশেষ উদাহরণ দিয়ে বুঝতে হবে.আপনার যুক্তিতর্ক সাধারণের বোধগম্যতার জন্য সাধারণ ভাষায় লিখুন.এটি বিভিন্ন ভাবে সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণকে সুবিধাদানের ওপর দিক কারণ এখানে আপনি আপনার লক্ষ্য ঠিক করেন এবং আপনি আপনার শ্রোতা পছন্দ বা বাছাই করেন.এটির সবটাই আপনার উপর.

──»«──€“

সম্প্রদায়ের সরবরাহে সময় দেয়া :


উদহোরোন৪


© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল
ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––
শেষ আপডেটঃ ০৯.০২.২০১১

 হোম পেজ

 অংশগ্রহণমূলক মূল্যায়ন