Tweet অনুবাদ:
'العربية / al-ʿarabīyah |
শিক্ষণীয় পাঠক্রমএবং সম্প্রদায়ের ক্ষমতায়ণকে এগিয়ে নিয়ে যাওয়ার হরেক রাস্তালেখক: ফিল বার্টলে, PhDঅনুবাদক পার্থ প্রতিম বসুশিক্ষণীয় বিষয়বস্তুসামাজিক জাগরণের সব নেতারই সম্প্রদায়ের বাইরে যাওয়া আসা লেগে থাকে.নতুন নেতৃত্বর আগমনে যেন উন্নয়নের পথে চলা বন্ধ না হয়. তার জন্য চাই নেতৃত্বর ভিতরে পারষ্পরিক অভিজ্ঞতা ও শিক্ষার আদানপ্রদান.আমরা মানুষেরা সাফল্য ও ব্যর্থতা, পাওয়া ও না পাওয়া-এই দুই থেকেই শিক্ষা নিতে পারি. এটা মনে রেখ যে ভুল, ব্যর্থতা আর বিপর্যয় এক জিনিষ নয়. ভুল করা মানেই ব্যর্থ হয়ে যাওয়া নয়. ভুল করা মানুষের স্বভাবমাত্র. একইভাবে ব্যর্থতা মানেই বিপর্যয় নয়. কোন বিশেষ লক্ষ্যে না পৌঁছতে পারা মানেই তুমি সামগ্রিকভাবেই ব্যর্থ তা নয়. আর বিপর্যয় ঘটে যাওয়া মানেই জীবনের শেষ নয়. পড়ে গেলে আবার উঠে চলতে শেখাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত. যদি তুমি কোন সম্প্রদায়কে একটা শৌচাগার বা অন্য কোন অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সফল হয়েছ, তাহলে সেই সম্প্রদায় সাবলম্বী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে. এই যাত্রাপথ কখনই মসৃণ অথবা নির্ভুল হতে পারে না. তোমার যদি তা মনে হয় তাহলে তোমার ভাবনা সততার পরিচয় দিচ্ছে না. কার্য প্রণালীর যথাযথ বিশ্লেষণ কর এবং নিজের অবদানের ব্যাপারে নিশ্চিত হও. সাহস এবং সততার সাথে নিজের ভুল স্বীকার কর. সম্প্রদায়ের ক্ষমতায়ণের কার্য প্রণালী লিখে রাখো. নিজে লক্ষ্যনিষ্ঠ এবং নিরপেক্ষ ভাবে নিজের দোষত্রুটির বিশ্লেষণ কর. কখন কোন ত্রুটিবিচ্যুতির কারণে নিজেকে অবসাদসম্পন্ন হতে দেবে না. এই সব দোষত্রুটি থেকে শিক্ষালাভ কর. ব্যর্থতা থেকে শেখা, যে কোন বই পড়া বিদ্যার থেকে অনেক বেশী কার্যকরী. বই পড়ে বা কার্য বিশ্লেষণ করে যত পার শিক্ষা আরহণ কর. এইভাবেই তুমি নিজেকে সামাজিক পালাবদলের একজন দক্ষ ও বলিষ্ঠ প্রতিভু হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে. ত্রুটিবিচ্যুতি বিশ্লেষণের মাধ্যমে যেমনভাবে নিজের বিকাশ ঘটাবে ঠিক একইভাবে সমাজেরও উন্নয়ন সাধনে ব্রতী হবে. ––»«––© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল
––»«–– |
হোম পেজ |
মধ্যস্থতা টেকসহিতা |