Tweet অনুবাদঃ
বাংলা / Baṅla |
আপনার প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানুনসমাজ সংগঠকের কাজ কিভাবে করবেন তার জন্য আপনার কি জানা প্রয়োজন?মূল ফিল বার্টল, পিএইচডিঅনুবাদঃ মোঃ নাহিদ হাসান রাজুপ্রশিক্ষণ উপকরণসমাজ সংগঠকের জন্য আপনার কি কি দক্ষতা থাকা প্রয়োজনসমাজ সংগঠকের জন্য আপনার যে সব দক্ষতা থাকা প্রয়োজন তা অর্জন করা খুব কঠিন কাজ নয়, কিন্তু এগুলো খুব প্রয়োজনীয় হাতিয়ার হিসাবে কাজ করে। এগুলোর ভুল ব্যবহারও হতে পারে। দক্ষতাকে তালা-চাবি ওয়ালার সাথে তুলনা করা যেতে পারে। একজন তালা-চাবি ওয়ালা যেমন বিভিন্ন গুরুতবপূর্ণ সেবা প্রদান করে থাকে, কিন্তু এই বিদ্যা তালা ভেঙ্গে চুরির কাজেও ব্যবহৃতও হয়। আপনি যদি সমাজ সংগঠকের দক্ষতা অর্জন করেন, তাহলে এটিকে জনগোষ্ঠির উপকারের জন্য ব্যবহার করুন, জনগোষ্ঠিকে ব্যবহার করে আপনার সুবিধার জন্য নয়। যেহেতু আপনার উদ্দেশ্যগত লক্ষ্য জনগোষ্ঠি তাই সার্বিক ভাবে, বেশি ভাগ দক্ষতাই জনগোষ্ঠির সাথে যোগাযোগের জন্য। আপনাকে শিখতে হবে কিভাবে জনগণের সাথে কথা বলা যায়, কিন্তু সাধারণ বক্তা হওয়া যাবে না। আপনাকে যে ধরনের বক্তা হতে হবে তা হল নেতৃতব দান ও তাদের উপস্থাপনের। আপনাকে অবশ্যই তথ্য সংগ্রহ ও একটি দলের মাঝে সিদ্ধান্ত গ্রহন শিখতে হবে, যার জন্য আপনার দরকার লক্ষ্য সমন্ধে সম্পূর্ণরুপে জানা ও জনগনের সম্মুখে খুব সাভাবিক আত্মবশ্বাস। এজন্য আপনাকে প্রলোভন, বুলি ঝারা ও বড় বড় কথা বলা চিহ্নিত করে, সেগুলোকে এড়িয়ে চলতে হবে। একজন সমাজ সংগঠক হিসাবে আনার যেসব কারিগরি জ্ঞান থাকা দরকার সেগুলো হলঃ জনগনের সামনে কথা বলা, পরিকল্পনা করা, ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, ও লেখার হাত। এগুলো শিখার সবচেয়ে ভালো উপায় নিজে নিজে শিক্ষা গ্রহন। এছাড়া আপনার কিছু ব্যক্তিগত বৈশিষ্ট থাকা প্রয়োজন যেমন সততা, আশাবাদিতা, ইতিবাচক, সহ্যক্ষম,ধৈর্যশীল ও উদ্যমিত। আপনাকে যখন জনগণ কথা বলে তা শুনা ও বুঝা শিখতে হবে। আপনাকে সঠিক তথ্য নিশ্চিত করা শিখতে হবে। আপনাকে একটি বিষয়ের উপর শ্রোতাকে আকৃষ্ট করা জানতে হবে। আপনার ভন্ড লোকের মত কথা বললে চলবে না, আপনার রাজনৈতিকের মত বক্তব্য দিলে চলবে না, শিক্ষকের মত কথা বললে হবে না। অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কোন নাজুক বিষয় নিয়ে কথা বলার সময় আপনাকে আত্মবিশ্বাসি থাকতে হবে। কিভাবে মানুষকে জানা ও পছন্দ করা যায় তা জানতে হবে। আত্মকেন্দ্রিকতা, অপ্রয়োজনীতা ও বিরক্তিকর অবস্থা কিভাবে এড়িয়ে যাওয়া যায় সেটি আত্মস্থ করতে হবে। সাহেবি ভাব বা প্রভাবশালির মত আচরণ না করে কিভাবে আলোচনার নেতৃত্ব দান করা যায় সেটি জানতে হবে। এগুলো সমন্ধে নিজেকে নিজে শিক্ষা দিন। এগুলো আপনি শিখবেন নিজে করে (শুধু বই পড়ে নয়)। আপনি যদি জনগোষ্ঠির উন্নয়নের ক্লাস নেন আর তা যদি শুধু তাদের সামনে বসে নোট দেখা হয় তাহলে আপনি ভাল প্রশিক্ষণ প্রদান করতে পারবেন না। আপনার অনুশিলন করা উচিৎ, প্রথমে আপনার সহপাঠিদের সামনে ও পরে জনগোষ্ঠির বিভিন্ন দলের সামনে। দেখুন প্রশিক্ষণ কৌশল। আপনি যেহেতু জনগোষ্ঠির মাঝে কার্যনির্বাহী কমিটি গঠন করবেন তাই আপনার কিছু প্রাতিষ্ঠানিক দক্ষতা থাকা প্রয়োজন। যেহেতু আপনি ব্যবস্থাপনার প্রশিক্ষণ প্রদান করবেন তাই আপনার নিজের কিছু ব্যবস্থাপনার দক্ষতা থাকা প্রয়োজন। যেহেতু আপনি জনগোষ্ঠিকে নিজের পরিকল্পনা নিজে করার দিকনির্দেশনা প্রদান করবেন তাই আপনার নিজের কিছু পরিকল্পনা প্রদানের দক্ষতা থাকা প্রয়োজন। যেহেতু আপনি আপনার দলকে সততার সাথে সঠিক আর্থিক হিসাব রাখার উপদেশ প্রদান করবেন তাই আপনার কিছু হিসাব রক্ষণ দক্ষতা থাকা প্রয়োজন। যেহেতু আপনি আপনার দলকে রিপর্ট লিখার দিকনির্দেশনা প্রদান করবেন তাই আপনার নিজেরও লিখার দক্ষতা থাকা প্রয়োজন। নিজে করে শিখুন। আপনাকে ভাষা কিভাবে দ্রুত শেখা যায় তা জানতে হবে, (দেখুন মৌখিক ভাষা শেখার জন্য মৌখিক পদ্ধতি) এবং স্থানিয় মানুষের আঞ্চলিক ভাষা সম্পর্কে জানতে হবে। সফল সমাজ সংগঠক হতে শুধু কারীগরি দক্ষতাই যথেষ্ট নয়, এজন্য কিছু চারিত্রিক বৈশিষ্টের প্রয়োজন। (প্রশিক্ষণ উপকরণে দেখুনঃ একজন সমাজ সংগঠক এবং কর্ম পদবী )। আপনার খ্যাতি আপনার শক্তিশালী সম্পদ। যদি আপনি সবার কাছে সৎ, যুক্তিবাদী, নিষ্ঠাবান, পরিশ্রমী, নৈদতক, স্পষ্ট বাদী, সহনশীল, আশাবাদী, বিনয়ি এবং স্পষ্ট গামী হিসাবে পরিচিত থাকেন তাহলে সমাজ সংগঠনে আপনার খ্যাতি আপনাকে সাহায্য করবে। যদি আপনি অন্য কাজ না খুজেন বা অন্য কাজের প্রতি অনুরাগ না থাকে। ––»«––© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল
––»«–– |
হোম পেজ |
প্রস্তুতি গ্রহণ করুন |