Tweet অনুবাদ:
'العربية / al-ʿarabīyah |
প্রস্তুতিকর্মীর পথনির্দেশনালেখক ফিল বারটেল পি, এইচ, ডিঅনুবাদক প্রকৌশলী মাহবুবুল হকভূমিকা ( কেন্দ্রিয় অধ্যায় )আলোচিত বিষয় সমূহ প্রস্তুতি অধ্যায়ে
নিজেকে সমাজকর্মী হিসাবে গড়ে তোল ।একটি সমাজকে সঠিকভাবে স্বউন্নয়নের জন্য উদ্দীপিত করতে হলে আগে তোমার নিজেকে তৈরী হতে হবে । তোমার পরিস্কার ধারনা ও জ্ঞান থাকতে হবে নিজের গন্তব্য সম্পর্কে; তোমাকে অবশ্যই জানতে হবে লক্ষ্যের সমাজকে; তোমার অবশ্যই থাকতে হবে প্রয়োজনীয় দক্ষতা; পরিবর্তনের আনার জন্য তোমাকে অবশ্যই প্রয়োজনীয় মূল বিষয়গুলি বুঝতে হবে । এখন প্রথম কাজ হল একটা বই দিয়ে শুরু করা । বিদ্যালেয়র কমদামী একটা নোটবই দিয়ে শুরু করা যায় । ৪টি নোটবই দিয়েই শুরু করতে পারো যেগুলির নাম দেয়া যায় : (১) গন্তব্য ও বিষয়বস্তু (২) লক্ষ্যের সমাজ (৩) দক্ষতার প্রয়োগ, এবং (৪) প্রতিদিনের কার্য্যবিবরনী । যাহোক, গুরুত্বপূর্ণ হচছে নোট তৈরী করা এবং এখনই প্রতিদিনের কার্য্যবিবরনী লেখা শুরু করা । তোমার পছন্দ অনুযায়ী এগুলি পরিচালনা করতে হবে । তোমার পাঠকের চাহিদা অনুযায়ী লিখবে । এই অধ্যায় আমাদের এই তথ্য দিছ্ছে যে, আমাদের তৈরী হওয়া প্রয়োজন । তবে একথা মনে কোরনা যে, একবার প্রস্তুতি নিলেই তা "চিরদিনের জন্য" যথেষট্ । এই অধ্যায়ে প্রদত্ত সবকিছুই আমরা কর্মীরা সর্বদাই শিখছি । এর কোন শেষ নেই এবং আমরা যদি মনে করি যে, আমরা সব জানি তবে আমাদের নিয়তিতে অকৃতকার্যতা লেখা হবে । ––»«––একটি প্রশিক্ষণ কার্যক্রম : এই সাইট থেকে কিছু কপি করলে, লেখকের নাম প্রকাশ করুন |
হোম পেজ |