আপনার
উদ্দিষ্ট জনগোষ্ঠিকে জানুন
কে
আপনার কার্যক্রম থেকে উপকৃত হবে?
মূল ফিল বার্টল, পিএইচডি
অনুবাদঃ মোঃ নাহিদ হাসান রাজু
প্রশিক্ষণ
উপকরণ
একজন
সামাজিক গবেষক ও নিরিক্ষক হওয়ার
দরুণ; একজন
কুমারকে যেমন কাদার বৈশিষ্ট গুলোকে
অবশ্যই বুঝতে হয়
আর
একটি
প্রবাদ যেটি
আমরা জনগোষ্ঠি উন্নয়নে ব্যবহার
করে থাকি, "একজন কুমারকে তার কাদার
বৈশিষ্ট অবশ্যই বুঝে।" তমার
কাদা জনগোষ্ঠি। শক্তিশালি
রুপে আপনাকে এটিকে গড়ে তুলতে হবে।
এটি
করার জন্য, আপনাকে জনগোষ্ঠি সমন্ধে
বিস্তর জানতে হবে (এবং জনগোষ্ঠির
সাধারণ প্রকৃতি সমন্ধে)। আপনার
যতটা সম্ভব বেশি বেশি জানতে হবে
জনগোষ্ঠির সামাজিক
প্রতিষ্ঠান, অর্থনীতি,
ভাষা, কাঠামো (মানচিত্র), সমস্যা, রাজনীতি,
এবং বাস্তুতন্ত্র
সম্পর্কে।
আপনার
গবেষণা শুধু অপ্রয়জনীয় বিষয় গুলোকে
তালিকা করার জন্য নয়; জনগোষ্ঠিকে
সামাজিক ব্যবস্থা হিসাবে বুঝার
জন্য আপনাকে সেগুলোকে বিশ্লেষণ
করতে হবে। (দেখুন জনগোষ্ঠি
কি? এবং সামাজিক
গবেষণা)।
কিভাবে
বিভিন্ন বিষয় গুলো সম্পর্কিত সেগুলো
সম্পর্কে ভাবুন।
একটি
ভাল শুরু হবে একটি কাঠামো তৈরীর
জন্য। কোথায় মানুষ বাস করে? জনগোষ্ঠিতে
কি কি সুবিধাগুলো চালু রয়েছে? (
যেমন সড়ক, পথ, পানি সরবরাহ, চিকিৎসা
কেন্দ্র, স্কুল বা বিদ্যালয়, পয়নিস্কাশন,
বাজার এবং অন্যান্য সামাজিক সুবিধা
ও সেবা)।
পরবর্তীতে,
আপনি যখন জনগোষ্ঠির সদস্যদের জনগোষ্ঠির
অবস্থা (সম্পদ, চাহিদা, সুযোগ, সমস্যা) নিরুপণের মাধ্যমে
নেতৃতব দান করবেন; আপনি তাদের একটি
কাঠামো তৈরীতে দিকনির্দেশণা প্রদান
করবেন। আপনি নিজের জন্য একটি কাঠামো
তৈরী করলে পরবর্তিতে অংশগ্রহন মূলক
কার্যক্রমে এটি আপনাকে সাহায্য
করবে।
জার্ণালে
আপনার নোটগুলো লিখুন। জনগোষ্ঠিরঃ
সামাজিক প্রতিষ্ঠান, অর্থনীতি, ভাষা,
রাজনীতি, মত প্রদান, ঐতিহ্য এবং বাহ্যিক
পরিবেশের সাথে সম্পর্ক (বাস্তুতন্ত্র)
এইসব বিষয়ে পর্যবেক্ষণ করুন।
কিভাবে
বিভিন্ন বিষয়গুলো একে অপরের সাথে
সম্পর্কিত সেই গবেষণাটি চালু রাখুন।
––»«––
© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––শেষ আপডেটঃ ০৯.০২.২০১১
|