মূলনীতি
জানুন
দক্ষতার
পেছনে মূলনীতি ও কারণ সমূহ
মুল ফিল
বার্টল,
পিএইচডি অনুবাদঃ
মোঃ নাহিদ হাসান রাজু
প্রশিক্ষণ
উপকরণ
একজন
সংগঠকের জন্য আবশ্যিক ধারণা ও মূলনীতি
উন্নয়ন কি? জনগোষ্ঠি
উন্নয়ন কি?
জনগোষ্ঠি
অংশগ্রহন কি? দরিদ্রতা কি? জনগোষ্ঠি কি?
ক্ষমতায়ন কি? স্বচ্ছতা কি? টেকসই কি?
এই
শব্দগুলো আলোচনা করা হয়েছে "গুরুত্বপূর্ণ
শব্দে।")
একজন
সফল সংগঠক হতে হলে আপনাকে কার্যক্রম
গ্রহনের জন্য বক্তৃতা ও দল গঠনের
উপর কিছু কারিগরী দক্ষতা অর্জন করতে
হবে। আপনেকে
জানতে হবে এই সব দক্ষতা ব্যবহার
প্রয়োজন কেন। আপনাকে
মূলনীতি জানতে হবে।
আপনার
লক্ষ্য যদি কোন বিশেষ জনগোষ্ঠি হয়ে
থাকে তহলে আপনাকে সেই জনগোষ্ঠির
সামাজিক ধারনাগুলো সমন্ধে ও সামাজিক
পরিবর্তন (উন্নয়ন সহ) সমন্ধে জানতে
হবে।
এর
মানে হচ্ছে আপনাকে সামাজিক প্রতিষ্ঠান,
সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষ্য, নৃবিজ্ঞান,
অর্থনীতি, রাজনীতি এবং এই বিষয়ের
বিভিন্ন প্রক্রিয়া সমন্ধে বুঝতে
হবে। (দেখুন "সংস্কৃতি।")
মনে
হচ্ছে এর জন্য বিশ্ববিদ্যালয়ের
ডিগ্রী প্রয়োজন, কিন্তু আপনি নিজেই
আপনেকে এইসব বিষয় ও জ্ঞান সম্পর্কে
শিক্ষা দিতে পারবেন।
আপনি
যদি চান শক্তিশালীকরন (ক্ষমতায়ন)
তাহলে আপনাকে সল্প আয় জনগোষ্ঠির
সমস্যাগুলো জানতে হবে যেগূলো হল
পরনির্ভরতার নির্দেশক। (দেখুনঃ
"পরনির্ভরতা")। যদি
আপনার লক্ষ্য হয়ে থাকে দরিদ্রতা দূরীকরণ
বা বিমোচন, তাহলে আপনাকে দরিদ্রতার
লক্ষণ ও ফলাফলের চেয়েও বেশি কিছু
জানতে হবে।
আপনাকে
দরিদ্রতার কারণ সমন্ধেও জানতে হবে,
যাতে করে দরিদ্রতা বীমোচনে সহযোগিতার
জন্য এইসব কারণের বিরুদ্ধে পরিবর্ত্ন
আনতে পারেন।
আপনাকে
বুঝতে হবে দরিদ্রতা সাময়িক ভাবে
লাঘব করলে উপস্থিত ব্যাথা দূর হবে
দারিদ্র বীমোচনে কোন কাজে আসবে না।
দরিদ্রতা
শুধু অর্থের প্রশ্ন
নয়, এবং শুধু অর্থ কখনো দরিদ্রতা
দূর করতে পারে না। (দেখুন "দারিদ্রতা
বীমোচনের মূলনীতি")।
"আপনি
যদি গুরুত্বপূর্ণ
শব্দের দিকে
তাকান, "
তাহলে আপনি সমাজ কর্মীদের জন্য মৌলিক
ধারনার একটি সমন্বিত তালিকা পাবেন।
সেগুলোর
প্রতিটির আবিধানিক সঙ্গা পাবেন
না; আপনি এই বইয়ের উদ্দেশ্যর সাথে
সম্পর্কিত কিছু ব্যাখ্যা পাবেনঃ
কিভাবে সংগঠক হওয়া যায়।
পরের
মডিউল, জনগোষ্ঠি
ক্ষমতায়নের মূলনীতি,
আপনাকে মূলনীতির কৌশল ও দক্ষতা সম্পর্কে
বিস্তারিত ওয়েব সাইটের মাধ্যমে
জানাবে।
ঐ
তথ্যগুলোকে মনে করবেন না। প্রতিটি
ধারনা নিয়ে চিন্তা করুন। আপনার
জার্নালে এগুলো সমন্ধে লিখুন।
আপনার
সহকর্মীর সাথে বৈঠকে, সম্মেলনে বা
কর্মশালায় এইসব নিয়ে আলোচনা করুন। আপনার
অবসর সময়ে আপনার বন্ধুদের সাথে ফুটবল
নিয়ে আলোচনা না করে, এই সব ধারনার
একটি বা দুটি নিয়ে আলোচনায় কিছু
সময় দিন।
জানার
জন্য চেষ্টা করুন "কম পক্ষে একবার
এবং সবার জন্য" যেমনটি খাবার জন্য
চেষ্টা করি "কম পক্ষে একবার এবং সবার
জন্য।"
জনগোষ্ঠির
উন্নয়নের মত বিষয় নিয়ে শেখার কোন
শেষ নেই। যখন
আপনি মৃত্যু বরণ করবেন তখন আপনের
শেখা শেষ হবে।
––»«––
© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল ওয়েব ডিজাইন লুসে সাদা
––»«––শেষ আপডেটঃ ০৯.০২.২০১১
|