Tweet অনুবাদ:
'العربية / al-ʿarabīyah |
আপনার লক্ষ্য সমন্ধে জানুনআপনি কি করতে চান?মূল ফিল বার্টেল পি এইচ ডি,অনুবাদ মো: নাহিদ হাসান রাজুপ্রশিক্ষণ উপকরণসংগঠক হওয়ার উদ্দেশ্য ও বিধেওব্যবস্থাপনা প্রশিক্ষনে আমরা একটি স্লোগান বলে থাকি, "যদি আপনি না জ়েনে থাকেন আপনি কথাই জাচ্ছেন, তখন কন নতুন পথের সৃষ্টি হবে।" ("দেখুন স্লোগান।") এটি আপনার জন্য সামাজিক পরিবার্তন শুরুর প্রস্তুতির জন্য ব্যবহৃত হবে। চারিদিকে ঘোরাঘুরি করা, ব্যস্ত থাকা, বৈতঠকের আয়োজন, পায়খানা নির্মাণ করে দেওয়া, সমাজের নেতাদের সংগে কথা বলা সহজ এবং সাথে সাথে জনগোষ্ঠীর আসল ক্ষ্মতায়ন করতে হবে।
প্রথমে তমার লক্ষ্য তমার কাছে ঠিক করে নিতে হবে, তারপর কাগজে এবং শেষে তমার চারপাশের মানুষের কাছে। এজন্য তমাকে জার্নাল অথবা যেটি তুমি তমার লক্ষ্য ও মূল বক্তব্যের জন্য ঠিক করে রেখেছ সেখানে লিখতে হবে। এগুলোকে তমার নিজের লক্ষ্য বলে বাস্তবায়ান করতে হবে, এগুলোকে অন্যের ধারনা হিসেবে বিবেচনা করা যাবে না। জনগোষ্ঠীর উন্নয়ন লক্ষ্য ব্যক্তি বা সমাজ নির্ভর।
তারপরেও সেখানে কিছু একই উপকরণ থাকে। এগুলোর মধ্যে আছেঃ দারিদ্র বিমোচন , সুশাসন সামাজিক সংগঠন, জনগোষ্ঠির পরিবর্তন, সক্ষমতা বৃদ্ধি , সল্প আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা যখন আপনি এটি পড়বেন এবং এই প্রক্রিয়ার সাথে সাম্পৃক্ত হবেন, আপনি দেখবেন এই লক্ষ্যগুলো আপনার জন্য আরও মজার ও চ্যালেঞ্জিং হচ্ছে। আপনার জার্নালে ফিরে গিয়ে লক্ষ্যগুলো সমন্ধে আপডেট, পরিবর্তন ও বিস্তারিত লিখুন। উদাহারণ হিসাবে বলাযায়, কাজ করার সময় দারীদ্র বীমোচন একতি জটিল বিষয় বলে মনে হবে।
আমরা "দারীদ্র দূরীকরণ" শাব্দ টিকে এড়িয়ে যাব, কারণ এটি অস্থায়ি সমাধান যেটি অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং বেশি দিন টেকসই হয়না। দরীদ্রতা শুধু টাকার অভাব নয় (যা আপনি পরবর্তীতে দেখবেন) এবং দরীদ্রতা মানে সংগ্রাম চালিয়ে যাওয়া। অকার্যকর , অজ্ঞতা , রোগ এবং , অসততা ।
লক্ষ্য অভিজ্ঞতার মাধ্যমে ব্যপ্তি লাভের এটি মাত্র একটি উদাহারণ। একই ভাবে, সহজ কথাই সুশাসন মানে শক্তিশালি নেতৃত্ব ও কার্যকর প্রসাশন নয়। এটির মানে স্বচ্ছতা, জনগনের অন্তর্ভুক্তি, বিশ্বস্ততা, সততা এবং ভবিষ্য দর্শণ। তুমি পড়, খুব আশা করতে থাক যেন সামাজিক নেতারা সৎ হয় সমাজের সাম্পদ ব্যবহারের ক্ষেত্রে তুমি নিজেই স্বচ্ছ নাহলে সমাজ পরিবর্তন কার্যক্রম স্থবির হয়ে পরবে। দেখুনঃ গুরুত্বপুর্ণ শব্দ, লক্ষের প্রাথমিক আলোচনা (দারীদ্র বিমোচন, জনগোষ্ঠীর উন্নয়ন )। জার্নালের নোটের সাথে এগুলো তুলনা করুন। ––»«––এই সাইট থেকে কিছু কপি করলে, লেখকের নাম প্রকাশ করুন |
হোম পেজ |
প্রস্তুতি গ্রাহন |