Tweet অনুবাদ:
'العربية / al-ʿarabīyah |
সম্প্রদায় নেতৃত্ব এবং অভ্যন্তরীণ ক্ষমতায়ণক্ষমতায়ণের চিরস্হায়ীত্বলেখক ফিল বার্টলে, PhDঅনুবাদ - পার্থ প্রতিম বসুপ্রশিক্ষনের বিষয়বস্তুতোমার মধ্যস্থতা সম্প্রদায়ের বাইরে থেকে কাজ করা একটি শক্তি. এগিয়ে চলার পথে সম্প্রদায়কে নিজেকেই আন্তরিক শক্তি ব্যবহার করে সব প্রতিরোধের মোকাবিলা করতে হবে.সমাজের সমস্যার চিরস্হায়ী প্রতিকার করার মূল চাবিকাঠী হল সম্প্রদায়কে সংগঠিত করে তাকে ক্ষমতাশালী করা. বিবেচনাধীন বিষয় হল যে একজন চলে গেলেও যেন সম্প্রদায়টি নিজের অভাব নিজেই লাঘব করতে পারে. এই কাজে সফল হতে গেলে চাই সঠিক নেতৃত্ব গঠন. সম্প্রদায়ের সেইসব অধিবাসী যাদের অধিনায়কসুলভ গুণ এবং যথাযথ মূল্যবোধ আছে তাদেরকে প্রশিক্ষন দিয়ে সম্প্রদায়ের হিতসাধনে নিয়যিত করতে হবে. এবং তুমি ধীরে ধীরে সরে আসবে. সমাজ বদলের একটি অংশ সামাজিক কল্যাণসাধন. তুমি সম্প্রদায়কে তৈরী কর না, সম্প্রদায় নিজেই নিজেকে তৈরী করে . তুমি কেবল সেই বদলের অনুঘটকের কাজ করতে পারো. মালিমু জুলিয়াস নেরের ভাষায় মানুষকে তৈরী করতে পারা যায় না, তারা নিজেরাই নিজেদের গঠন করে. তোমার প্রশিক্ষন সমাজ উন্নয়নের ক্ষেত্রে প্রধান হাতিয়ার. আর যে কোন হাতিয়ারের মতন একেও ভুল পথে চালনা করা যেতে পারে. তাই নেতৃত্ব গঠনের সময় তাদেরকেই নিয়যিত করবে যারা এই প্রশিক্ষন সমাজের বদলে নিজের কাজে ব্যবহার করবে না. কিছু মানুষের বিশেষ রাজনৈতিক এবং সামাজিক প্রয়োজন থাকে. সম্প্রদায় নেতৃত্ব গঠনের প্রশিক্ষনকে ভুল পথে চালনা করে এরা নিজেদের অভিষ্ট লক্ষ্য লাভ করতে চায়. তাই নেতৃত্ব গঠনের সময় সকলকে গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করবে. কোন নেতৃত্ব গঠন চটজলদি করবে না. এই কাজটি প্রচুর সময়সাপেক্ষ. সময়ের প্রয়োজনীয়তা বোঝাতে গেলে আফ্রিকা মহাদেশের দুই ষাঁড়ের কাহিনী শোনাবে. দুই ষাঁড় একদিন পাহাড়ের উপর দিয়ে আসতে আসতে সমতলে এক পাল গরু দেখল. বাচ্চা ষাঁড়টি বলল দৌড়ে গিয়ে কয়েকটি গরু ধরি. বিচক্ষণ ষাঁড়টি বলল আস্তে আস্তে হেঁটে গিয়ে সবকটা গরু ধরব. যথেষ্ট সময় নেবে নিজের বদলিকে খূঁজে বার করে সঠিক প্রশিক্ষন দিয়ে তৈরী করতে. যখন এক বা অধিক নেতৃত্বগুণসম্পন্ন জনপ্রতিনিধি খুঁজে পাবে যাদের মধ্যে সততা এবং সমাজের কল্যাণ করার সদিচ্ছা আছে তাদেরকে প্রশিক্ষন দেবে. প্রথমে তাদের আ্যপরেন্টিস্ হিসেবে কাজ শুরু করিয়ে ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তর করবে. প্রশিক্ষণ হিসেবে তাদের এই সাইটের প্রথম অধ্যায়ের অংশগুলি পড়াবে. মূল বিষয়গুলি বিশদে জানা অপরিহার্য. কখন কখন কোন সম্প্রদায় অনুষ্ঠানে তাদের নেতৃত্ব চালনা করতে বলবে. এইভাবেই কার্যকারিতার বিস্তার হবে. দুই বা তার বেশী এমনি অধিনায়কত্ব করার সুযোগ পেলে তোমার অভাবে এরাই সম্প্রদায় এবং সমাজের নেতৃত্বদান ও উন্নতি ঘটাতে সক্ষম হবে. এইভাবে তুমি তোমার সম্প্রদাযের ক্ষমতায়ণকে চিরস্হায়ী করতে পারবে. ––»«––© কপি রাইট ১৯৬৭, ১৯৮৭, ২০০৭ ফিল বার্টল
––»«–– |
হোম পেজ |
মধ্যস্থতা টেকসহিতা |